Vikrant Massey: বেশি ভাড়া নিয়ে ক্যাব চালকের সঙ্গে তুমুল বচসা বিক্রান্তের, কতটা সত্য এই ভাইরাল ভিডিও?
Vikrant Massey Viral Video: ভিডিওয় দেখা যাচ্ছে ক্যাবের ভাড়া নিয়ে চালকের সঙ্গে ঝগড়া করছেন 'হসিন দিলরুবা' অভিনেতা। তাঁর দাবি অ্যাপে যে ভাড়া দেখানো হয়েছিল, তার থেকে বেশি চাইছেন চালক। তারপর?
মুম্বই: বলিউডের প্রথম সারির সফর অভিনেতাদের অন্যতম তিনি। '12th ফেল' ('12th Fail') মুক্তির পর থেকে যে সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী। তিনি অবশ্যই বিক্রান্ত মাসে (Vikrant Massey)। তবে এবার তাঁর এমন একটি ভিডিও ভাইরাল (Viral Video) হল, যা বেশ অপ্রত্যাশিতই ছিল। ক্যাব চালকের সঙ্গে প্রবল বাগবিতণ্ডায় জড়াতে দেখা গেল তাঁকে। ভাড়া নিয়ে ঝামেলার সূত্রপাত। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে অনেক নেটিজেন ও অনুরাগীই এই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সত্যিটা কী?
ভাড়া নিয়ে ক্যাব চালকের সঙ্গে তুমুল বচসা অভিনেতার, ভাইরাল ভিডিও
যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ক্যাবের ভাড়া নিয়ে চালকের সঙ্গে ঝগড়া করছেন 'হসিন দিলরুবা' অভিনেতা। তাঁর দাবি অ্যাপে যে ভাড়া দেখানো হয়েছিল, তার থেকে বেশি চাইছেন চালক। এদিকে চালকের দাবি, অ্যাপে নিজে থেকেই ভাড়া বেড়ে গিয়েছে, এবং তাতে ওঁর কিছু করণীয় নেই। ক্যাব চালক উল্টে দোষ দেন অভিনেতাকে। তিনি বলেন, 'আমার নাম আশিস। আমি একজন ক্যাব চালক। আমি আমার যাত্রীকে তাঁর গন্তব্যে পৌঁছে দিয়েছি কিন্তু তিনি আমাকে টাকা দিচ্ছেন না এবং আমাকে কুকথা শোনাচ্ছেন।'
যখন ক্যামেরা বিক্রান্তের দিকে ক্যামেরা ঘোরানো হয়, তখন দেখা যাচ্ছে ক্যামেরা ঢাকার চেষ্টা করছেন অভিনেতা এবং বলছেন, 'আপনি ক্যামেরা কেন বের করেছেন? আমাকে হুমকি দিচ্ছেন? আমার তো এখানে বলার অধিকার আছে। অ্যাপে ভাড়া কী করে বেড়ে গেল? এভাবে তো চলবে না।' এর উত্তরে চালককে বলতে শোনা যায়, 'এটা কী করে আমার দোষ হয়? আপনি এত টাকা রোজগার করেন। আপনি কেন ঝামেলা করছেন?' এর উত্তরে অভিনেতা বলেন, 'কার টাকা তাতে কিছু যায় আসে না। সবটাই পরিশ্রম করে রোজগার করা টাকা।'
Kalesh b/w a Cab Driver and 12th Fail Actor Vikrant Massey over Increased in Fare price
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 9, 2024
pic.twitter.com/x3CE9J5GSb
আরও পড়ুন: MET Gala 2024: মেট গালায় যাওয়া সহজ নয়, একটি সিটের জন্য খরচ করতে হয় কোটি-কোটি টাকা
একদিকে যেমন এই ভিডিও সত্য বলেই মনে করা হচ্ছে, তখন অন্যদিকে একাধিক অনুরাগীর মতে, এটি হয়তো কোনও প্রচারের অংশ। হয়তো সত্যিকারের এমন ঘটনা ঘটেনি, কোনও উদ্দেশ্য প্রচারের জন্য পুরোটাই তৈরি, দাবি নেটিজেনদের একাংশের। এক অনুরাগী লেখেন, 'সিনেমা প্রচারের পদ্ধতি বেশ ক্যাসুয়াল'। অপর একজন লেখেন, 'মনে তো হচ্ছে ওঁর আগামী কোনও ছবি বা সিরিজের প্রচারের জন্য করেছেন। আর উনি কোথায় হিংসাত্মক হলেন? দেখাই তো গেল না।' অনেক অভিনেতা ও অভিনেত্রীই প্রচারের অংশ হিসেবে একাধিক সোশ্যাল মিডিয়া স্টান্টের পথ নেন। এবং এক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। এই ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁকে এক অ্যাপ ক্যাবের প্রচার অনুষ্ঠানে দেখা যায়। ফলে এটা স্পষ্ট যে গোটা ভিডিওটা অ্যাপ ক্যাব ও তাদের স্বচ্ছ্বতা প্রচারের জন্য তৈরি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।