এক্সপ্লোর
ভাইরাল ভিডিও: ভাগ্নের দুষ্টুমিতে হাসিতে ফেটে পড়লেন সলমন

নয়াদিল্লি: ভাগ্নে আহিলের সঙ্গে তোলা একটি ভিডিও বলিউড তারকা সলমন খান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ওই ভিডিওতে মামার সঙ্গে ভাগ্নেকে দুষ্টুমি করতে দেখা যাচ্ছে। এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। খাবার টেবিলে ভাগ্নের সঙ্গে সলমনকে বসে থাকতে দেখা যাচ্ছে ভিডিওটিতে। সলমনের বোন অর্পিতার ছেলে আহিল টেবিলে রাখা প্লেট থেকে কিছু খাচ্ছে। মামা সলমন একটু খাবার চাইলে ভাগ্নে হাতে খাবার তুলে এগিয়ে দিচ্ছে ঠিকই। কিন্তু মামার মুখের আগে পৌঁছনোর আগেই হাত সরিয়ে নিয়ে নিজে সে খাবারটি খেয়ে নিচ্ছে। ভাগ্নের এই দুষ্টুমি দেখে হাসিতে ফেটে পড়ছেন সলমন। হাসতে হাসতেই বোনের ছেলেকে একটু আদর করছেন সলমন। এই মজার ভিডিওটি সলমন নিজেই শেয়ার করেছেন।
উল্লেখ্য, কিছুদিন আগে সলমন ভাগ্নের সঙ্গে আরও একটি ভিডিও পোস্ট করেছিলেন। ওই ভিডিওতে ভাগ্নের সঙ্গে বক্সিং করতে দেখা গিয়েছিল সলমনকে। ভিডিওতে সোহেল খানকেও দেখা গিয়েছিল। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















