Vivek Oberoi: ঐশ্বর্যর সঙ্গে সম্পর্কের কথা উঠতেই এ কী বললেন বিবেক ওবেরয়!
Bollywood Celebrity Updates: সম্প্রতি এক সাক্ষারকারে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্কের কথা উঠতেই এ কী বললেন বিবেক!
মুম্বই: সালটা ২০০০ নাগাদ। আরও ভালো করে বললে, ২০০০ সালের শুরুর দিকে। বলিউডের জনপ্রিয় জুটিদের মধ্যে চর্চা হত বিবেক ওবেরয় (Vivek Oberoi) এবং ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwaryaa Rai Bachchan) (তখন ঐশ্বর্য রাই) নিয়ে। শোনা যেত, 'কিঁউ হো গয়া না' ছবির সময় থেকেই সম্পর্কে ছিলেন তাঁরা। বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন তাঁরা। ২০০৩ সাল নাগাদ তাঁদের সম্পর্ক ভেঙে যায়। ঐস্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্কের অনেক খেসারত দিতে হয়েছিল বিবেক ওবেরয়কে। সেই বিতর্কে নাম জড়ায় সলমন খানেরও (Salman Khan)। বিভিন্ন সূত্রে খবর, সলমন খানের কারণেই ভেঙে গিয়েছিল বিবেক ও ঐশ্বর্যর সম্পর্ক। শুধু তাই নয়, তার প্রভাব পড়েছিল বিবেকের কেরিয়ারেও। পরবর্তীকালে 'সাথিয়া' অভিনেতা বিয়ে করেন প্রিয়ঙ্কা আলভাকে। বর্তমানে তাঁরা সুখী দম্পতি। সম্প্রতি এক সাক্ষারকারে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্কের কথা উঠতেই এ কী বললেন বিবেক!
ঐশ্বর্য প্রসঙ্গে বিবেক ওবেরয়-
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয়কে তাঁর অতীত জীবনের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হতেই এড়িয়ে যেতে চান তিনি। স্পষ্ট করে বলে দেন, 'আমি এই সম্পর্কে কোনও উত্তরই দেব না। কারণ, এটা অতীত আর ধুলোয় মিশে গিয়েছে।' শুধু তাই নয়, নতুন প্রজন্মকে বেশ কিছু উপদেশও দেন তিনি। বিবেক জানান, এখন ছেলেমেয়েদের আগে দরকার কেরিয়ার এবং কাজের দিকে মনোযোগী হওয়া। কারণ, এমন অনেক প্রভাবশালী ব্যক্তি জীবনে আসতে পারে, যার কারণে কেরিয়ার ধূলিষ্যাৎ হয়ে যেতে পারে। কাজের বাইরে এই সময়ে কোনও কিছুতে মন না দেওয়ার পরামর্শ দেন তিনি। তবে, বিবেকের কথায় শুরু হয়েছে চর্চাও। প্রভাবশালী ব্যক্তি বলতে কি তিনি সলমন খানের দিকে ইঙ্গিত করলেন?
আরও পড়ুন - Top Entertainment News Today: অরিজিতের গানে সরগরম রাজনৈতিকমহল, রকুলপ্রীতকে ইডির সমন, একনজরে বিনোদনের দুনিয়া
প্রসঙ্গত, বর্তমানে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ব্যক্তিগত জীবনের একাধিক ছবি পোস্ট করেন বিবেক ওবেরয়। স্ত্রী এবং সন্তানদের সঙ্গে তাঁর নানা ছবি দেখা যায়।
">
">