এক্সপ্লোর
‘কেশরী’র ‘তেরি মিট্টি’ গানটি রেকর্ড করলেন পরিণীতি চোপড়া, শুনে নিন!
‘কেশরী’র সাফল্য পরিণীতি সেলিব্রেট করলেন বেশ অভিনব উপায়ে। ছবির ‘তেরি মিট্টি’ গানটি ইতিমধ্যেই বেশ হিট। সেই গানটিই নিজের গলায় রেকর্ড করলেন পরিণীতি। খুব শিগগিরিই গানটি শোনা যাবে।
নয়াদিল্লি: মুক্তির পর চার সপ্তাহ পেরিয়ে গেছে। তবুও হল ভরা দর্শক পাচ্ছে অক্ষয় কুমারের ‘কেশরী’। ইতিমধ্যেই ১৫০ কোটি ব্যবসা করে ফেলেছে ছবিটি। অক্ষয় কুমারের এই ছবি এখন মোট ১৫০.৯১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সম্প্রতি চলচ্চিত্র সমালেচক ও বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ এই বিষয়ে একটি পোস্ট করেন টুইটারে।
#Kesari crosses ₹ 150 cr... Witnesses substantial growth on [fourth] Sat and Sun... Will add a few more crores, before #Kalank [on Wed] and #AvengersEndgame arrive... [Week 4] Fri 70 lakhs, Sat 1.30 cr, Sun 1.70 cr. Total: ₹ 150.91 cr. India biz.
— taran adarsh (@taran_adarsh) April 15, 2019
ছবির এই সাফল্যে বেশ খুশি পরিণীতি চোপড়া। ‘কেশরী’র এই সাফল্য পরিণীতি সেলিব্রেট করলেন বেশ অভিনব উপায়ে। ছবির ‘তেরি মিট্টি’ গানটি ইতিমধ্যেই বেশ হিট। সেই গানটিই নিজের গলায় রেকর্ড করলেন পরিণীতি। খুব শিগগিরিই গানটি শোনা যাবে।
সোশ্যাল মিডিয়ায় গানটি রেকর্ডিং এর ছবি দিয়েছেন পরিণীতি। তিনি লিখেছেন, ‘১৫০ কোটির আনন্দ পালন করা যাক’।
Blessed to have this song this close to my heart! #TeriMittihttps://t.co/LiHIivNfl3@akshaykumar @SinghAnurag79 @karanjohar @apoorvamehta18 @SunirKheterpal @DharmaMovies #CapeOfGoodFilms @iAmAzure @ZeeStudios_ pic.twitter.com/f70zt46Gtr
— Parineeti Chopra (@ParineetiChopra) April 15, 2019
১৮৯৭-এ সারগঢ়ির যুদ্ধের ওপর তৈরি হয়েছে ‘কেশরী’র চিত্রনাট্য। ব্রিটিশ ভারতে ২১ জন শিখ সেনার দলপতির ভূমিকায় দেখা গেছে অক্ষয়কে। ১০ হাজার আফগান দখলকারীর বিরুদ্ধে লড়াই করেন তিনি। সেই যুদ্ধের আবহে শোনা যাবে পরিণীতির গান। ছবিতে গানটি কোন প্রেক্ষাপটে রাখা হবে, বা ছবিতে নতুন করে পরিণীতির গলার গানটি ঢোকানো হবে কি না, তা নিয়ে ছবির নির্মাতাদের তরফে কিছু জানানো হয়নি।
পরিণীতি এর আগে ২০১৭ সালে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে একটি গান গেয়েছিলেন-মানা কে হাম ইয়ার নেহি। শেয়ারও করেছিলেন টুইটারে।
‘তেরি মিট্টি’র মহিলা কণ্ঠে গাওয়া গানটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অক্ষয় কুমারও।
এই ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। অনুরাগ সিংহ পরিচালিত এই ছবির যৌথ প্রযোজনার দায়িত্বে রয়েছেন অক্ষয় এবং কর্ণ জোহর। ‘গোল্ড’-এর পর ‘কেশরী’র মতো দেশাত্মবোধক ছবিতে ফের অক্ষয়ের অভিনয় মুগ্ধ করল দর্শককে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement