এক্সপ্লোর
Advertisement
দেখুন, প্রকাশ্যে এল রাহুল গাঁধীর বায়োপিকের টিজার
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে রাজনীতির পারদ চড়ছে। এই আবহে উত্তাপ বাড়াতে চলেছে ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ও ‘পি এম নরেন্দ্র মোদি’-র পর কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর বায়োপিক। এই ছবির নাম ‘মাই নেম ইজ রাগা’। রাহুলের ভূমিকায় অভিনয় করছেন অশ্বিনী কুমার। নরেন্দ্র মোদির ভূমিকায় আছেন হিমন্ত কাপাড়িয়া। মনমোহন সিংহের ভূমিকায় দেখা যাবে অনুপম খেরের ভাই রাজু খেরকে। ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এ মনমোহনের ভূমিকায় দেখা গিয়েছে অনুপমকে। রাজুও একই ভূমিকায় অভিনয় করছেন।
রাহুলের বায়োপিকের টিজার প্রকাশ্যে এসেছে। চার মিনিট ও তিন সেকেন্ডের এই টিজারে রাহুলের ছোটবেলা থেকে শুরু করে রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। ঠাকুমা ইন্দিরা গাঁধীর হত্যা থেকে শুরু করে কংগ্রেস সভাপতি হয়ে ওঠা পর্যন্ত রাহুলের যাত্রা তুলে ধরা হয়েছে এই বায়োপিকে। ছবিটি পরিচালনা করেছেন রূপেশ পাল। এ বছরের এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement