এক্সপ্লোর
Advertisement
দেখুন: 'ভীরে দি ওয়েডিং'-এর তারিফেঁ গান রিলিজ, কামব্যাক ফিল্মে লাস্যময়ী করিনা, সোনাম ও স্বরা ভাস্করও
নয়াদিল্লি: মা হওযার পর 'ভীরে দি ওয়েডিং' সিনেমার মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করছেন করিনা কপূর। সিনেমায় নিজেকে ফিট দেখানোর জন্য করিনা প্রচুর পরিশ্রম করেছেন। ট্রেলারে এর প্রভাব দেখাও গিয়েছে। এবার এই সিনেমার গান 'তারিফেঁ' মুক্তি পেয়েছে। গানটিতে করিনাকে মোহময়ী দেখিয়েছে।
করিনার সঙ্গে এই প্রথম সোনাম কপূর, স্বরা ভাস্কর ও শিবাকে এই রূপে দেখা গিয়েছে। এই গানটি গেয়েছেন র্যাপার বাদশাহ। কোরিওগ্রাফি ফারহা খানের।
শ্যুটিংয়ের সময় থেকেই অনুরাগীরা এই গানটির জন্য অপেক্ষায় ছিলেন। প্রোমোশনাল শ্যুটের ছবিতেই করিনাকে লাস্যময়ী লেগেছিল। এবার সেই গান রিলিজের পর অনুরাগীদের উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছে।
এমনিতেই সোনাম ও করিনা গ্ল্যামারাস। তারওপর এই গানে তাঁদের লুক নজর কেড়েছে দর্শকদের। গানে করিনার সঙ্গে গার্ল গ্যাঙকে উচ্ছ্বল ভঙ্গিতে দেখা গিয়েছে।
কয়েকদিন আগেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। সিনেমায় এমন চার স্বাধীনচেতা মেয়ের কাহিনী তুলে ধরা হয়েছে যারা নিজেদের মতো করে বাঁচতে চায়। সিনেমার সংলাপও যথেষ্ট জনপ্রিয় হতে শুরু করেছে।
সিনেমাটি আগামী ১ জুন মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement