এক্সপ্লোর
Advertisement
কীসের যৌন হেনস্থা? তনুশ্রী দত্তের অভিযোগ উড়িয়ে পাল্টা প্রশ্ন নানা পটেকরের
মুম্বই: দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়া উত্তাল অভিনেত্রী তনুশ্রী দত্তের ওপর হওয়া যৌন হেনস্থার খবরে। সাধারণত, অভিনেতা বা অভিনেত্রীদের অনেককেই কাস্টিং কাউচের শিকার হতে হয়। কিন্তু এবিষয় নিয়ে কেউই মুখ খুলতে স্বাচ্ছন্দবোধ করেন না। তবে প্রায় এক দশক গ্ল্যামার জগত থেকে দূরে থাকা তনুশ্রী দত্ত আচমকাই তাঁর ওপর হওয়া এই যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন। কোনও রাখঢাক না করেই অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে তনুশ্রী যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। পুরো ঘটনায় নাম জড়িয়েছে এক পরিচালক, প্রযোজক এবং কোরিওগ্রাফারেরও। এবার সেই ঘটনার প্রধান অভিযুক্ত নানা পটেকর মুখ খুললেন। তাঁর সরাসরি প্রশ্ন তনুশ্রীকে, কীসের যৌন হেনস্থা?
তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ শুধু ভিত্তিহীন বলেই দাবি করেননি নানা পটেকর, তনুশ্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন। নানার বক্তব্য, কেউ যদি তাঁর বিরুদ্ধে উল্টোপাল্টা কিছু বলেন, তাতে তাঁরতো কিছু করার নেই।
২০০৮ সালে ঘটনাটি ঘটেছিল। সেসময় নানার বিরুদ্ধে মুখও খুলেছিলেন তনুশ্রী। তারপর অন্তরালে চলে যান তিনি। ফের এক দশক পর নিজের ওপর হওয়া এই অন্যায় নিয়ে মুখ খুললেন তনুশ্রী।
নানার দাবি, সেদিন শ্যুটিং সেটে দুশো জন লোক উপস্থিত ছিল। তারপরও তনুশ্রীর দাবি, অভিনেতা নাকি জোর করে কাছে টেনে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করতে চেয়েছিলেন। এব্যাপারে নানার বক্তব্য, তাঁর কিছুই বলার নেই। সেই সঙ্গে অভিনেতা একথাও বলেন, তনুশ্রীতো তাঁর মেয়ের বয়সি।
তবে আশ্চর্যজনক ভাবে এখনও পর্যন্ত এব্যাপারে বলিউড মুখ খোলেনি। অমিতাভ বচ্চন, আমির খানেরা নিজেদের এই বিতর্ক প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি। আপাতত এটাই দেখার, তনুশ্রীর এই সাহস অন্য অভিনেত্রীদেরও সাহস যোগায় কিনা, যাঁরা কোনও না কোনও সময় এধরনের ব্যবহারের শিকার হয়েছেন!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement