এক্সপ্লোর
অক্ষয়-ইলিনা অভিনীত ‘রুস্তম’-এর সেটে চলেছিল গুলি! অভিনেতাদের কী অবস্থা হয়েছিল জানেন?

মুম্বই: ১২ অগাস্ট পর্দায় মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার-ইলিনা ডি-ক্রুজ, ঈষা গুপ্ত অভিনীত ‘রুস্তম’। এই ছবির শ্যুটিংয়ের সময় সেটে গুলি চলেছিল। আচমকা গুলি চলার শব্দে সেটে উপস্থিত সমস্ত অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীরাই ভয় পেয়ে গিয়েছিলেন। দেখুন শ্যুটিং সেটে গুলি চলার পর অভিনেতা-অভিনেত্রীদের প্রতিক্রিয়া
মূলত, পুরোটাই করা হয়েছিল সেটে উপস্থিত সকলের সঙ্গে মজা করার জন্যে। এপ্রসঙ্গে অক্ষয়ের মত ঘন্টার পর ঘন্টা শ্যুটিংয়ের চাপের মধ্যে এই ধরনের একটু-আধটু মজা সকলেরই প্রয়োজন। দেখুন ‘রুস্তম’-এর ট্রেলরUnleashing the crazy side of Team Rustom...fun times! #4DaysToRustom, have a look --> https://t.co/88oGJKgwG5
— Akshay Kumar (@akshaykumar) August 8, 2016
‘রুস্তম’ ছবিতে বিবাহবহির্ভূত সম্পর্ক, বিশ্বাসঘাতকতার কথা বলা হয়েছে। এই ছবির চিত্রনাট্য মূলত বিতর্কিত নানাবতী মামলা থেকে অনুপ্রাণিত। এই ঘটনায় ভারতীয় নৌ বাহিনীর কম্যান্ডার কওয়াস মানেকশ নানাবতী যিনি তাঁর স্ত্রীর প্রেমিক প্রেম অহুজাকে হত্যা করার অভিযোগে অভিযুক্ত ছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে ‘রুস্তম’-এর চিত্রনাট্য। ছবিতে অক্ষয়, ইলিনা, ঈষা ছাড়াও রয়েছেন অর্জুন বাওয়েজা, পবন মলহোত্রা রয়েছেন মুখ্য ভূমিকায়। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















