বিয়ের দিন কী কাণ্ড করেছিলেন শ্রীরাম নেনে? কুড়ি বছর পর গোপন কথা ফাঁস করলেন মাধুরী দীক্ষিত
১৯৯৯-এর ১৭ অক্টোবর ড. শ্রীরাম নেনেকে বিয়ে করেন বলিউডের অভিনেত্রী শ্রীরাম নেনে। বিয়ের আগে কিছুদিন তাঁরা একে অপরকে ডেটিংও করেছিলেন। কিন্তু মাধুরীর স্টারডম সম্পর্কে বিশেষ ধারণা ছিল না শ্রীরাম নেনের।
মুম্বই : বলিউড ইন্ডাস্ট্রির সবাইকে চমকে দিয়ে ড. শ্রীরাম নেনেকে বিয়ে করে নেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। মাধুরীর বিয়েতে অনুরাগীদের মতো বলিউডের অনেক তারকাই অবাক হয়ে গিয়েছিলেন। আজ মাধুরী দীক্ষিত এবং ড. শ্রীরাম নেনের কুড়িতম বিবাহবার্ষিকী। স্বামীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জানা গেল বিয়ের দিন কী করেছিলেন ড. শ্রীরাম নেনে।
আরও পড়ুন - প্রথম দিনেই কত টাকার ব্যবসা করে ফেলল দিলজিৎ-শেহনাজের ছবি 'হসলা রাখ'?
১৯৯৯-এর ১৭ অক্টোবর ড. শ্রীরাম নেনেকে বিয়ে করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীরাম নেনে। বিয়ের আগে কিছুদিন তাঁরা একে অপরকে ডেটিংও করেছিলেন। কিন্তু মাধুরীর স্টারডম সম্পর্কে বিশেষ ধারণা ছিল না শ্রীরাম নেনের। সিমি গারেওয়ালের সঙ্গে কথাবার্তা চালানোর সময়ে উঠে আসে বিয়ের দিনের কিছু মজাদার কাণ্ডের কথা। মাধুরী বলেন, 'শ্রীরাম নেনে বিশেষ বলিউড ছবি দেখতেন না। একবার আমি আর ওর মা ওকে আমার ছবি দেখানোর চেষ্টা করেছিলাম। আমার ছবির একটা গান দেখিয়ে কেমন লাগছে জানতে চেয়েছিলাম। ও স্পষ্ট মুখের উপর বলে দিয়েছিল, আমরা অন্য কিছু করতে পারি না?' হাসতে হাসতে পুরনো সব দিনের কথা বলছিলেন মাধুরী দীক্ষিত।
মাধুরী আরও বলেন, 'বিয়ের রিসেপশনে ইন্ডাস্ট্রির অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু শ্রীরাম কাউকেই চিনতে পারছিল না। মানে আমার ইন্ডাস্ট্রির আমার কোনও সহ অভিনেতাকেই চিনতে পারেনি ও। শুধুমাত্র একজনকে ছাড়া। শুধুমাত্র অমিতাভ বচ্চনকে দেখে ও চিনতে পেরেছিল। ও যখন স্কুলে পড়ত, তখন 'অমর আকবর অ্যান্টনি' দেখেছিল। অমিতাভ বচ্চনকে দেখে ও বলেছিল, আমার মনে হয় আমি ওঁর মুখটা চিনি। আমি বলেছিলাম, হ্যাঁ, তুমি ওঁকে চেনো। কারণ তুমি ওঁর ছবি দেখেছো।'
আরও পড়ুন - কবে বাবা হবেন? কেমন সন্তান চান? জানিয়ে দিলেন রণবীর সিংহ
প্রসঙ্গত, এবার ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন মাধুরী দীক্ষিত। স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে খুব শীঘ্রই আসতে চলেছে তাঁর ওয়েব সিরিজ 'ফাইন্ডিং অনামিকা'। যেখানে তিনি একজন সুপারস্টারের চরিত্রে অভিনয় করছেন, যিনি আচমকাই হারিয়ে যান।