Shah Rukh Khan-Manoj Kumar: শাহরুখের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন প্রয়াত অভিনেতা মনোজ কুমার! জানেন কেন?
Shah Rukh Khan and Manoj Kumar News: মনোজ কুমার দৃশ্যটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং নির্মাতাদের সিনেমা থেকে দৃশ্যটি সরিয়ে ফেলার অনুরোধ করেছিলেন

কলকাতা: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার। এক সময় ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছে তাঁর অভিনয়। একাধির দেশাত্মবোধক ছবিতে দাগ কেটেছে তাঁর অভিনয়। চলচ্চিত্র পরিচালক হিসেবেও প্রশংসা কুড়িয়েছে মনোজ কুমারের ছবি। একসময় দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তাঁকে অনুরাগীরা ভালবেসে ডাকতেন 'ভারত কুমার'। ৮৭ বছর বয়সে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে প্রয়াত হয়েছেন চলচ্চিত্র শিল্পী।
কিন্তু জানেন কী, ১৯৬০ এবং ৭০-এর দশকের অনেক সিনেমার দেশপ্রেমিক এবং রোমান্টিক নায়ক মনোজ কুমার (Manoj Kumar) একবার সুপারস্টার শাহরুখ খান এবং ফারাহ খানের (Farha Khan) বিরুদ্ধে 'ওম শান্তি ওম’ (Om Shanti Om) ছবিতে তাঁকে ব্যঙ্গ করার জন্য মানহানির মামলা করেছিলেন। মনোজ কুমার ফারাহ খান পরিচালিত সিনেমার একটি দৃশ্যে অত্যন্ত অপমানিত হয়েছিলেন। এই সিনেমায় অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র সহ শিল্প জগতের বহু বিশিষ্ট ব্যক্তির ক্যামিও ছিল।
একটি দৃশ্যে দেখা যায়, শাহরুখ খানের চরিত্র ওম মনোজ কুমারের বিখ্যাত হাতের তালু দিয়ে মুখ ঢাকার ভঙ্গি অনুকরণ করে শান্তিপ্রিয়া-র (দিপীকা পাড়ুকোন অভিনীত চরিত্র) অভিনীত একটি সিনেমার প্রিমিয়ারে প্রবেশ করেন। সিনেমার গল্প অনুযায়ী, আসল মনোজ কুমার যখন প্রিমিয়ারের জন্য আসেন, তখন তাকে রক্ষীরা তাড়িয়ে দেয়। মনোজ কুমার দৃশ্যটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং নির্মাতাদের সিনেমা থেকে দৃশ্যটি সরিয়ে ফেলার অনুরোধ করেছিলেন। তিনি একটি এই দৃশ্যের বিরোধিতা করে আদালতে গিয়েছিলেন, সেখানে নির্মাতাদের স্যাটেলাইট স্ক্রিনিংয়ের আগে আপত্তিকর দৃশ্যগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
শাহরুখ খান (Shah Rukh Khan) ব্যক্তিগতভাবে এই ঘটনার জন্য প্রবীণ অভিনেতার কাছে ক্ষমা চেয়েছিলেন এবং সেই দৃশ্যটি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু ৬ বছর পর যখন ছবিটি জাপানে মুক্তি পায়, তখন এই দৃশ্যটি পুনরায় সম্প্রচারিত হয়। এর ফলে কুমার ২০১৩ -র এপ্রিলে শাহরুখ খান এবং প্রোডাকশন ব্যানার ইরোস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই সময়ে মনোজ কুমার পিটিআইকে বলেছিলেন, ‘সিনেমায় আপত্তিকর দৃশ্যগুলি মুছে না ফেলেই জাপানে তা মুক্তি পায়। আমি তাদের গত ২ বার ক্ষমা করেছিলাম কিন্তু এবার নয়। ওঁরা আমাকে অসম্মান করেছেন। তারা আদালতে অপমানিত ও হয়েছেন কারণ ২০০৮ সালে আদালত তাদের চিরকালের জন্য এবং সমস্ত মুদ্রণ ও সম্প্রচার উপাদান থেকে সেই দৃশ্যগুলি মুছে ফেলতে বলেছিল’ মনোজ কুমার পিটিআইকে বলেছিলেন। মনোজ আরও বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। তিনি একজন ভাল মানুষ। কিন্তু যখন আমার আত্মসম্মানের কথা আসে, তখন আমি আপস করতে পারি না’






















