এক্সপ্লোর
Advertisement
জানেন কোন ছবিতে সইয়ের আগে জিনাতকে সোনার কয়েন উপহার দিয়েছিলেন রাজ কপূর?
মুম্বই: পুরনো দিনের অভিনেত্রী জিনাত আমন সম্প্রতি এক সাক্ষাত্কারে জানিয়েছেন, ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে কাজের জন্যে সই করানোর আগে কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক রাজ কপূর তাঁকে দিয়েছিলেন একটি সোনার কয়েন। ‘মাই লাইফ মাই স্টোরি’, ছোটপর্দার এই শোতে জিনাত তাঁর জীবনের বহু গোপন কথা বলেছেন। সেখানেই তিনি জানান, শুধুমাত্র একটা লুক টেস্ট দিয়েই কীভাবে এই ছবির জন্যে নির্বাচত হয়েছিলেন অভিনেত্রী। জিনাতের কথায় সেটা দেখে তাজ্জব হয়ে গিয়েছিলেন রাজ কপূরও।
জিনাত ওই শোয়ে জানান, একদিন অন্য ছবির শ্যুট শেষ করে তিনি ‘সত্যম শিবন সুন্দরম’ ছবিতে তাঁর চরিত্র রুপার আদলে সেজে ছিলেন। শুধুমাত্র লুক টেস্টেই চরিত্রের প্রতি এতটা একাগ্রতা দেখে মুগ্ধ হয়ে রাজ কপূর জিনাতকে একটি সোনার কয়েন উপহার দেন। তারপর ছবিতে সই করান।
রুপা চরিত্রটির সঙ্গে জিনাতকে এতটাই একাত্ম করে দিয়েছিলেন পরিচালক রাজ যে, জিনাত ভেতর থেকে একসময় নিজেকে রুপা হিসেবেই ভাবতেন। ‘উকিল বাবু’ ছবির শ্যুট চলার সময় এই চরিত্রের সঙ্গে রাজ তাঁর পরিচয় করান। আর সেই জন্যেই একদিন ‘উকিল বাবু’র শ্যুট শেষে জিনাত ঘাগরা-চোলি পরে মুখের একপাশে টিসু পেপার লাগিয়ে পোড়া ভাব আনার চেষ্টা করেছিলেন। মেক-আপটা এতটাই জীবন্ত ছিল যে রাজ কপূরের সঙ্গে ফ্লোরে যখন তিনি দেখা করতে যান, তখন তাঁকে ঢুকতে বাধা দেন রক্ষীরা। তখন জিনাত বলেন, ‘রাজ জী কে গিয়ে বলুন তাঁর সঙ্গে তাঁর রুপা দেখা করতে এসেছেন’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement