এক্সপ্লোর
Advertisement
যখন সাইকেল সারিয়ে মিস্ত্রিকে ১.২৫ টাকা দিতে ভুলে গিয়েছিলেন সলমন!
সম্প্রতি ছোটবেলার একটি মজার কাহিনী জানিয়েছেন বলিউড অভিনেতা সলমন খান। আসলে তিনি সাইকেল সারিয়ে মিস্ত্রিকে ১.২৫ টাকা দিতে ভুলে গিয়েছিলেন।
মুম্বই: সম্প্রতি ছোটবেলার একটি মজার কাহিনী জানিয়েছেন বলিউড অভিনেতা সলমন খান। আসলে তিনি সাইকেল সারিয়ে মিস্ত্রিকে ১.২৫ টাকা দিতে ভুলে গিয়েছিলেন।
মুম্বই পুলিশ কল্যাণ তহবিলের অনুষ্ঠান উমঙ্গ-এ সলমন কমেডিয়ান কপিল শর্মাকে সাইকেল মিস্ত্রির কাছে তাঁর ১.২৫ টাকা ধার থেকে যাওয়ার ঘটনার কথা জানিয়েছেন।
আর সেই ধারের কথা তাঁর মনে পড়েছে সম্প্রতি ওই মিস্ত্রির কাছে সাইকেলের টায়ার মেরামত করতে গিয়ে।
সলমন বলেছেন, আমি শর্টস পরেছিলাম। আমার কাছে কোনও টাকাপয়সা ছিল না। আমি বললাম, কাকা, সারিয়ে দাও। পরে টাকা দেব। এ কথা শুনে তিনি বললেন, তুমি তো ছোটবেলাতেও এমনই করেছ। তুমি অনেকদিন আগে একবার সাইকেল সারিয়েছিলে। আর এখনও পর্যন্ত তার দাম দাওনি। এখনও তোমার ১.২৫ টাকা ধার রয়েছে। এ কথা শুনে আমি খুবই লজ্জায় পড়ে যাই।
দাবাং অভিনেতা একইসঙ্গে জানিয়েছেন যে, পরে তিনি ধার শোধ দিতে গিয়েছিলেন। কিন্তু এই মিস্ত্রি তা নিতে অস্বীকার করেন।
যখন স্কুটার চালাতেন, তখনকার একটা ঘটনাও সলমন জানিয়েছেন। তিনি বলেছেন, পয়সা বাঁচাতে অর্ধেক পেট্রলের সঙ্গে অর্ধেক কেরোসিন মিশিয়ে স্কুটার চালাতেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement