এক্সপ্লোর
Advertisement
শাহরুখ, সলমন যখন স্ক্রিপ্টরাইটার!
মুম্বই: ২৩তম বার্ষিক স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ফের এক মঞ্চে শাহরুখ-সলমন।
দুই নায়ক কাম বন্ধু শুধু একসঙ্গে সঞ্চালনাই করবেন না, তাঁদের কথোপকথন আরও উপভোগ্য করে তোলার জন্য তাঁরা স্ক্রিপ্টেও হাত দিয়েছেন।
সংশ্লিষ্ট চ্যানেল জানিয়েছে, দুই সুপারস্টারের জন্য স্ক্রিপ্টরাইটার নিয়োগ করেছিল তারা, যেহেতু দীর্ঘদিনের অশান্তিতে পুরোপুরি দাঁড়ি টেনে তাঁরা আবার এক সঙ্গে কাজ করা শুরু করেছেন। এ বছরে তাদের অ্যাওয়ার্ড শো-এর বিষয় 'বন্ধুত্বের উদযাপন'। বিষয়টি জেনে স্ক্রিপ্টে হাত লাগিয়েছেন খোদ শাহরুখ-সলমন। বিষয়টিতে ব্যক্তিগত ছোঁয়া লাগাতেও কসুর করছেন না তাঁরা।
৯৫-এর সুপারহিট ছবি ‘করণ অর্জুন’-এ প্রথম একসঙ্গে কাজ করেন দুই খান। এরপর ‘দুশমন দুনিয়া কা’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হর দিল যো প্যার করেগা’ ও ‘হাম তুমহারে হ্যায় সনম’-এও দেখা যায় তাঁদের।
কিন্তু তারপর থেকেই তাঁদের মধ্যে অশান্তি। এমনকী ২০০৮-এ ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। কিন্তু তারপর আবার ধীরে ধীরে তাঁদের এক মঞ্চে আসা শুরু। এমনকী সলমন খান সঞ্চলিত অনুষ্ঠান ‘বিগ বস’-এ এসে নিজের ছবি ‘দিলওয়ালে’ প্রমোটও করেন এসআরকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement