Salman Khan Marriage: কেন এখনও বিয়ে করেননি সলমন খান? রহস্য ফাঁস করলেন ভগ্নিপতী আয়ুষ
সদ্যই মুক্তি পেয়েছে সলমন খানের নতুন ছবি 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ'। এই ছবিতে ভাইজানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তাঁর ভগ্নিপতী আয়ুষ শর্মা। ব্যক্তিগত সম্পর্কের বাইরে গিয়ে রিল লাইফেও দেখা গিয়েছে তাঁদের।
মুম্বই: বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan) কবে বিয়ে করবেন? ভাইজানের অনুরাগীদের পাশাপাশি এই একই প্রশ্ন বলিউডের অনেক তারকারই। দেশের মোস্ট এলিজিব্যল ব্যাচেলারের খেতাব এখনও ধরে রেখেছেন সলমন খান। তিনি যে কখনও কোনও সম্পর্কে জড়াননি, তা একেবারেই নয়। বরং, সোমি আলি থেকে ক্যাটরিনা কাইফ কিংবা হালের ইউলিয়া, সলমন খানের প্রেমিকার তালিকাও বেশ দীর্ঘ। কিন্তু তারপরও এখনও কেন বিয়ে করেননি তিনি? এবার রহস্য ফাঁস করলেন সলমনের বোন অর্পিতার স্বামী আয়ুষ শর্মা (Ayush Sharma)।
সদ্যই মুক্তি পেয়েছে সলমন খানের নতুন ছবি 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ'। এই ছবিতে ভাইজানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তাঁর ভগ্নিপতী আয়ুষ শর্মা। ব্যক্তিগত সম্পর্কের বাইরে গিয়ে রিল লাইফেও স্ক্রিন শেয়ার করেছেন তাঁরা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আয়ুষ শর্মাকে প্রশ্ন করা হয় যে, কেন এখনও বিয়ে করেননি সলমন খান। আর সেই প্রশ্নের উত্তর দিয়ে ভাইজানের রহস্য ফাঁস করলেন আয়ুষ।
আরও পড়ুন - Esha Gupta on Marriage: জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ বলি ডিভা এষা গুপ্তার?
সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমন খানের বিয়ের প্রসঙ্গে আয়ুষ শর্মা বলেন, 'আমি ওঁর বিয়ের প্রসঙ্গে কথাই বলতে চাই না। ওঁকে আমি ব্যক্তিগত জীবনে যেমন দেখি, তাতে সারাদিন কাজ নিয়ে মারাত্মক ব্যস্ত থাকতে দেখি। আমার মনে হয় না ওঁর কাছে বিয়ের জন্য সময় আছে বলে। আমার তো মনে হয়, ওঁ যে খুশি রয়েছেন, এটাই সবথেকে আনন্দের। ওঁর খুশিতেই আমরা খুশি অনুভব করি। ওঁর জীবনের সিদ্ধান্ত নিজেই নেবেন।'
আয়ুষ শর্মা আরও বলেন, 'সলমন খান নাম শুনলে মনে হয় তিনি হয়তো অনেক বিলাসবহুল জীবনযাপন করেন। কিন্তু সত্যি কথা বলতে কি, ওঁ যতটা সহজভাবে জীবনযাপন করেন. আমি নিজেও ওঁর মতো অতটা সহজ জীবন কাটাতে পারি না। ওঁর লাইফস্টাইল, ওঁর বাড়ি, সমস্ত কিছুই ওঁর মতো একেবারেই সাধারণের মতো। যদি ওঁর ফোনের বিষয় জিজ্ঞাসা করেন, তাহলে জানলে আশ্চর্য লাগবে। ওঁর ফোনটাও দু-তিন বছরের পুরনো। ফোনের উপর ওঁর কোনও টানই নেই। না গাড়ির উপর টান আছে, না দুর্দান্ত পোশাকের উপর। এত বড় তারকা হওয়ার পরও কেউ কীভাবে এত সহজ জীবন কাটাতে পারে, তা সলমন খানকে ব্যক্তিগতভাবে না জানলে বোঝা সম্ভব নয়।'