Tamannaah-Vijay: বিবাহের পরিকল্পনাই কাল হল? ঠিক কী কারণে বিচ্ছেদ হল তমন্না-বিজয়ের?
Tamannaah Bhatia and Vijay Varma: প্রায় ৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় ও তমন্না। শোনা গিয়েছিল, বিয়ের পরে থাকার জন্য মুম্বইতে নতুন বাসার খোঁজও নাকি শুরু করে দিয়েছিলেন বিজয় ও তমন্না।

কলকাতা: তাঁদের সম্পর্কের বিচ্ছেদ এখন 'টক অফ দ্য টাউন'। মুখে নিজেরা কিছু না বললেও, এই কথা ছড়িয়ে পড়েছে যে বিচ্ছেদ হয়ে গিয়েছে তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও বিজয় বর্মা (Vikay Varma)-র মধ্যে। তবে সম্পর্কে বিচ্ছেদ মানেই যে মুখ দেখাদেখি বন্ধ এমনটা নয়। তাঁরা নাকি ভাল বন্ধু থাকবেন, এটাই ঠিক করেছেন। তবে ঠিক কী কারণে ভাঙল তাঁদের সম্পর্ক? তমন্না আর বিজয় এ নিয়ে মুখ না খুললেও, কানাঘুষোয় শোনা যাচ্ছে, তাঁদের বিয়ের পরিকল্পনাই নাকি সম্পর্ক ভাঙার কারণ!
প্রায় ৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় ও তমন্না। শোনা গিয়েছিল, বিয়ের পরে থাকার জন্য মুম্বইতে নতুন বাসার খোঁজও নাকি শুরু করে দিয়েছিলেন বিজয় ও তমন্না। ২০২৫ সালেই নাকি বিয়ে হওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু সেখানেই সমস্যা। তমন্নার বয়স ৩০ পেরিয়েছে। তিনি চেয়েছিলেন বিজয়ের সঙ্গে বিয়ে করে থিতু হতে। কিন্তু বিজয় এখনই তা চাননি। সেখানেই নাকি সমস্যার সূত্রপাত। তমন্নার সঙ্গে মনোমালিন্যের কারণেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে।
ইতিমধ্যেই বিজয়ের সঙ্গে সমাজমাধ্যম থেকে সমস্ত ছবি মুছে ফেলেছেন তমন্না। এর আগেও কখনও বিরাট কোহলি, কখনও আবার পাক খেলোয়াড় আব্দুল রজ্জাকের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। তবে সেই সমস্ত সম্পর্ককে নেহাৎ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন তমন্না। তবে বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি ভীষণ সচেতন ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও কখনও সম্পর্ক নিয়ে রাখঢাক করেননি বিজয় তমন্না। হামেশাই হাতে হাত রেখে পাপারাৎজিদের সামনে আসতেন তাঁরা। একে অপরের সঙ্গে ফটোশ্যুটও করিয়েছেন কত। বিজয়ের প্রোফাইলে এখনও সেই ফটোশ্যুটের অল্পবিস্তর কিছু নমুনা থাকলেও তমন্না তাঁর প্রোফাইল থেকে মুছে ফেলেছেন সব।
তবে অনুরাগীরা এখনও বিশ্বাসই করতে পারছেন না যে তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। বিজয় ও তমন্নার জুটি যথেষ্ট ভালবাসা পেয়ে এসেছে। লাস্ট স্টোরিজ-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। সেই থেকেই তাঁদের প্রেমের শুরু। এরপরে কোনও ছবিতে একসঙ্গে কাজ না করলেও তাঁদের প্রেম ছিল। গোটা বলিউডই জানত তাঁদের প্রেমের ব্যাপারে। তবে হঠাৎ এমন কী মনোমালিন্য হল যে এই কঠিন সিদ্ধান্ত নিতে হল জনপ্রিয় এই জুটিকে? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে অনুরাগীদের মনে।
আরও পড়ুন: Mamata Shankar: নিজের আত্মসম্মান আর মর্যাদা বজায় রাখলে, কেউ খারাপ প্রস্তাব দিতে পারে না























