এক্সপ্লোর
Advertisement
‘টিউবলাইট’-এ গান গাইব, বাকিটা নির্ভর করছে সলমনের ওপর: অরিজিত্
মুম্বই: ফেসবুকে একটা পোস্ট। আর তা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল টিনসেল টাউনে। একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভুলবোঝাবুঝির ফেসবুকের মাধ্যমে সলমন খানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিত্ সিংহ। তাঁর গাওয়া গান ‘সুলতান’ সিনেমায় রাখতে সলমনের কাছে অনুরোধ জানিয়েছিলেন অরিজিত্। কিন্তু সেই আর্জিতে কাজ হয়নি। ‘সুলতান’-এ অরিজিতের জায়গায় রাহাত ফতে আলি খানের গাওয়া গান রাখা হয়েছিল।
সেই ঘটনা এবার পিছনে ফেলে এগিয়ে যেতে চান বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিত্। ‘দাবাং’ তারকা সলমনের আগামী সিনেমা ‘টিউবলাইট’-এ গান গাইছেন তিনি। নিজেই এ কথা জানিয়েছন অরিজিত্। তিনি বলেছেন, হ্যাঁ, আমি ‘টিউবলাইট’-এর গানে কন্ঠ দেব। কিন্তু তারপর কী হবে, আমি জানি না। কিন্তু আমি গান গাইব। কারণ, কেউ আমার গান করা বন্ধ করতে পারে না।
অরিজিতের ইঙ্গিত, এরপর কী হবে, তা সলমনের ওপরই নির্ভর করছে।
২৯ বছরের শিল্পী অরিজিত্ বলেছেন, ওই বিতর্কের পর সলমনের সঙ্গে তাঁর কথা হয়নি। কারণ, সেই সুযোগ আসেনি। তবে আগামী দিনে সুযোগ পেলে তিনি অবশ্যই সলমনের সঙ্গে কথা বলবেন।
অরিজিত্ বলেছেন, সলমন সমস্ত বিষয়টা এত গুরুত্ব দিয়েছেন বলে তাঁর মনে হয় না। তিনি আরও বলেছেন, তাঁদের মধ্যে কোনও খারাপ লাগা নেই। এ ধরনের ঘটনা সলমন খুব একটা পাত্তা দেন বলেও তিনি মনে করেন না।
অরিজিত্ বলেছেন, প্রচুর পরিশ্রম করে এই সব সিনেমা করেছেন সলমন। ওই সিনেমা সকলকে মুগ্ধ করেছে। ‘সুলতান’-এর প্রসঙ্গ উল্লেখ করে অরিজিত বলেছেন, এই সিনেমা বিভিন্ন বিষয়ে দারুন সচেতনতা তৈরি করেছে। তাঁর মতো ব্যক্তিত্ব ছোটাখাটো ঘটনাকে আদৌ গুরুত্ব দেন না। অন্যরাই ব্যাপারটিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement