এক্সপ্লোর
Advertisement
আজ কমল হাসানের জন্মদিন, পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন মেয়ে
বাবা কমল হাসানের সঙ্গে ছবি শেয়ার করে শ্রুতি হাসান লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মাই বাপুজি, আপ্পা। তোমার দুর্দান্ত বছরগুলির লাইব্রেরিতে এই বছরটাও সুন্দর বছর হিসেবে জায়গা করে নিক।’
চেন্নাই: দক্ষিণের জনপ্রিয় অভিনেতা তিনি। শুধু দক্ষিণ কেন, আপামর ভারতবর্ষ তাঁর অভিনয়ে মুগ্ধ। তিনি কমল হাসান। আজ তাঁর ৬৬ তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পাঠালেন তাঁর দুই কন্যা।
বাবা কমল হাসানের সঙ্গে ছবি শেয়ার করে শ্রুতি হাসান লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মাই বাপুজি, আপ্পা। তোমার দুর্দান্ত বছরগুলির লাইব্রেরিতে এই বছরটাও সুন্দর বছর হিসেবে জায়গা করে নিক।’
এই পোস্টের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন শ্রুতি। তার মধ্যে একটি ছোট্ট শ্রুতিকে জড়িয়ে ধরে রয়েছেন কমল হাসান। এই ছবি পোস্টের সঙ্গে কমেন্ট ও লাইকের বন্যা সোশ্যাল মিডিয়ায়। কোনও কোনও নেটিজেন হার্ট সাইন দিয়ে ভালোবাসা জানিয়েছেন। এছাড়া রয়েছে আরও নানা ইমোজি।
কমলের ছোট মেয়ে অক্ষরা ইনস্টাগ্রামে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ‘আমার বন্ধুর সবচেয়ে খুশির জন্মদিন। বাবা এক আশ্চর্য মানুষ। একজন কিংবদন্তী যিনি শুধু আমার জন্য নয়, লক্ষ লক্ষ মানুষের কাছে সেরা উদাহরণ স্থাপন করেছেন।’ এই পোস্টের সঙ্গে অক্ষরা দু’টি সাম্প্রতিক ছবি শেয়ার করেছেন।
কমল তাঁর দুই কন্যা ছাড়াও শুভেচ্ছা বার্তা পেয়েছেন চিত্র পরিচালক মনিরত্নমের স্ত্রী সুহাসিনি হাসানের তরফেও। কমল হাসানের ছোটবেলার ছবি শেয়ার করে আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘ছবির এই ছোট্ট ছেলেটি আমার কাকা।’ ছবিতে রয়েছেন কমল হাসানের মা-ও। খুব বেশি হলে কমলের বয়স তখন ৫ বা ৬ বছর হবে।
কমল অবশ্য আজ শুধু অভিনেতাই নন। রাজনীতির জগতেও প্রবেশ করেছেন বছর দুয়েক হল। মাক্কাল নিধি মাইয়াম বা এমএনএমের নেতা কমল হাসানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর রাজনৈতিক অনুগামীরাও। চেন্নাইয়ে আজ তাঁর বাসভবনের বাইরে জড়ো হয়েছিলেন বহু মানুষ। তাঁদের প্রতি পাল্টা শুভেচ্ছা জানান এই অভিনেতা। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে চড়ে তাঁর অনুরাগী এবং ভক্তদের প্রতি হাত নাড়ছেন। সম্প্রতি একটি ছবির শ্যুটিংও করছেন তিনি। শঙ্কর পরিচালিত ‘ইন্ডিয়ান ২’ ছবির শ্যুটিং নিয়ে আপাতত ব্যস্ত একাধিক সুপারহিট ছবির নায়ক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement