এক্সপ্লোর
নারী দিবস বিশেষ: বলিউডের সুপার উইমেন ও তাঁদের সুপারহিট ফিল্ম
1/11

‘পাণ্ডে’ ছবি এমন এক ইস্যুতে তৈরি যা, আমাদের সমাজের চোখে থাকা কালো পর্দা ওঠাতে সাহায্য করে। এমনিতে আমরা যথেষ্ট আধুনিক হয়েছি। আমরা মুখে বলাবলি করি যে, নারী ক্ষমতায়ণ হচ্ছে। কিন্তু, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মহিলাদের কি স্থিতি, তা এই ছবিতে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
2/11

২০১৬ সালে মুক্তি পাওয়া অশ্বিনী আয়ার তিওয়ারী পরিচালিত ‘নীল বটে সান্নাটা’ সবার মন জয় করেছে। ছবির প্রেক্ষাপট এক সিঙ্গল মা ও তাঁর মেয়েকে ঘিরে। সেখানে মেয়ে অঙ্ক থেকে পালিয়ে বেড়ায়। তাই মেয়েকে পড়াশোনার গুরুত্ব বোঝাতে এবং উদ্দীপ্ত করতে মেয়ের স্কুলেই ভর্তি হন মা। ছবিতে স্বরা ভাস্করের অভিনয় দারুণ প্রশংসীত হয়।
Published at : 08 Mar 2018 04:06 PM (IST)
Tags :
BollywoodView More






















