এক্সপ্লোর
Advertisement
সারা দুনিয়া ভালবাসে, ইজরায়েল ভালবাসে, আমি ভালবাসি বলিউডকে: তারকাদের সঙ্গে সাক্ষাতের পর প্রতিক্রিয়া নেতানিয়াহু
মুম্বই: সালম, বলিউড ইন্ডাস্ট্রির তারকাদের সঙ্গে সাক্ষাতের পর এভাবে শুভেচ্ছা জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল এক আলোকজ্জ্বল সন্ধ্যায় ভারতের এই অতিথিকে অভ্যর্থনা জানান মেগাস্টার অমিতাভ বচ্চন। সেই অনুষ্ঠানেই অমিতাভের সঙ্গে হাজির ছিলেন বলিউডের অন্যান্য তারকা-মহাতারকারা।
বলিউডের সঙ্গে সাক্ষাতের পর নেতানিয়াহুর প্রতিক্রিয়া গোটা দুনিয়া ভালবাসে ইজরায়েলকে, ইজরায়েল ভালবাসে বলিউডকে, আমি ভালবাসি বলিউডকে। তিনি আরও বলেন, টুইটারে তিনি দেখেছেন অমিতাভের ৩০ মিলিয়ন ভক্ত সংখ্যা রয়েছে। অন্যান্য তারকারাও একইরকম জনপ্রিয় আমজনতার মাঝে। তাই এই সব কিছু দেখে নেতানিয়াহুর মনে হয়েছে, বলিউড তারকারা শুধু ভারত নয়, গোটা দুনিয়ার কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ মানুষ।
বৃহস্পতিবার সন্ধের গালা নৈশভোজে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, কর্ণ জোহর, সুভাষ ঘাই, প্রসূন জোশী, রণধীর কপূর, রণি স্ক্রিউওয়ালা, মধুর ভণ্ডারকর, ইমতিয়াজ আলি, বিবেক ওবরয়ে, রাজ নায়েক এবং সারা আলি খান। এই অনুষ্ঠানে হাজির ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
নৈশভোজের আসরে তিনি বলিউডের সামনে তুলে ধরেন ইজরায়েল শ্যুটিং স্পট হিসেবে কতটা গ্রহণযোগ্য হতে পারে। তাঁর কথায় একই জায়গায় তাঁরা একসঙ্গে বরফ, সমুদ্র সৈকত, মরুভূমি, নোনতা জল, মিষ্টি লেক, সঙ্গে অসাধারণ ভারতীয় কিছু খাবার পেতে পারেন। নেতানিয়াহুর কথায়, ইজরায়েল এবং বলিউড একসঙ্গে ম্যাজিক তৈরি করতে সক্ষম।
সবশেষে তিনি বলেন, সালম বম্বে, জয় হিন্দ, জয় মহারাষ্ট্র, জয় ইজরায়েল।Will my Bollywood selfie beat @TheEllenShow Hollywood selfie at the Oscars? @SrBachchan @juniorbachchan @rajcheerfull @imbhandarkar @vivek_oberoi @ pic.twitter.com/v1r0GIhKLy
— Benjamin Netanyahu (@netanyahu) January 18, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement