এক্সপ্লোর
মিস্টার ইন্ডিয়ার রিমেক হলে নামভূমিকায় অভিনয় করতে চান নওয়াজ
![মিস্টার ইন্ডিয়ার রিমেক হলে নামভূমিকায় অভিনয় করতে চান নওয়াজ Would Love To Play Mr India In A Remake Nawazuddin Siddiqui মিস্টার ইন্ডিয়ার রিমেক হলে নামভূমিকায় অভিনয় করতে চান নওয়াজ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/04123226/Untitled-115.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মম-এ শ্রীদেবীর সঙ্গে অভিনয়ের স্বপ্ন পূর্ণ হয়েছে তাঁর। এবার নওয়াজউদ্দিন সিদ্দিকির ইচ্ছে, মিস্টার ইন্ডিয়ার রিমেক হলে অনিল কপূরের জুতোয় পা গলাতে। এক সাক্ষাৎকারে নওয়াজ জানিয়েছেন, মিস্টার ইন্ডিয়া সাজতে চান তিনি।
নওয়াজকে প্রশ্ন করা হয়, শ্রীদেবীর কোনও সিনেমার রিমেকে তিনি অভিনয় করতে চান কিনা। জবাবে তিনি বলেন, লমহে, চাঁদনি, মিস্টার ইন্ডিয়া, ইংলিশ ভিংলিশের মত শ্রীদেবীর বহু ছবি তাঁর পছন্দ। মিস্টার ইন্ডিয়ার যদি রিমেক হয়, তবে নাম ভূমিকায় অভিনয় করতে চান তিনি।
শ্রীদেবী অবশ্য জানিয়ে দিয়েছেন, মিস্টার ইন্ডিয়ার রিমেক করার কথা এই মুহূর্তে ভাবছেন না তাঁরা। তিনি বলেছেন, অনেকেই তাঁকে জিজ্ঞাসা করে, মিস্টার ইন্ডিয়া টু কবে হচ্ছে। মানুষের উৎসাহয় স্পষ্ট, এই সিকোয়েল সমাদৃত হবে। কিন্তু এখনই এ নিয়ে কথা বলার কিছু নেই, এই মুহূর্তে এই ছবি হচ্ছে না।
শেখর কপূর পরিচালিত মিস্টার ইন্ডিয়া বলিউডের ইতিহাসে অন্যতম হিট ছবি। ছবিটি প্রযোজনা করেন শ্রীদেবীর স্বামী বনি কপূর যদিও তখন তাঁদের বিয়ে হয়নি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)