(Source: ECI/ABP News/ABP Majha)
Yami Gautam on Instagram: হ্যাকারের খপ্পরে ইয়ামি গৌতমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট?
এর আগে অভিনেত্রী নোরা ফতেহির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি গায়েব হয়ে যায়। পরবর্তীকালে অভিনেত্রী জানান যে, তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করা হয়েছিল।
মুম্বই: হ্যাকারের খপ্পরে পড়ল বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের (Yami Gautam) ইনস্টাগ্রাম হ্যান্ডল ? অন্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এমনটাই জানাচ্ছেন অভিনেত্রী। পাশাপাশি সাইবার ক্রাইম এবং হ্যাকিং (Hacking) সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন থাকার কথাও জানালেন অভিনেত্রী।
হ্যাক করা হয়েছে ইয়ামি গৌতমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট-
এদিন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম তাঁর টুইটার হ্যান্ডলে একটি বার্তা দিয়েছেন। যাতে তিনি লিখেছেন, 'হাই। সকলকে জানাতে চাই যে গতকাল থেকে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারছি না। অ্যাকাউন্টটি সম্ভাবত হ্যাক করা হয়েছে। আমরা সমস্যার সমাধার করার চেষ্টা করছি। যদি আমার অ্যাকাউন্ট থেকে অস্বাভাবিক কিছু কাজ করা হয়ে থাকে, তাহলে দয়া করে সচেতন থাকুন। ধন্যবাদ।' টুইটারের মাধ্যমে সকলের উদ্দেশে এই বার্তা দেন ইয়ামি গৌতম। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল হ্যাক হওয়ার খবর নতুন নয়। এর আগে অভিনেত্রী নোরা ফতেহির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি গায়েব হয়ে যায়। পরবর্তীকালে অভিনেত্রী জানান যে, তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করা হয়েছিল।
প্রসঙ্গত, ইয়ামি গৌতমকে খুব শীঘ্রই দেখা যাবে 'দশভি' ছবিতে। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামি জানিয়েছেন, তিনি বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন 'দশভি' ছবিতে পুলিশ অফিসারের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। কথাবার্তায় পরিবর্তন এনেছিলেন। কথা বলার সময় ঠিক কোন শব্দে জোর দিতে হবে তা অভ্যাস করেছিলেন ইয়ামি। অভিষেক বচ্চনের চরিত্রের সম্পূর্ণ বিপরীত চরিত্র হয়ে ওঠার প্রয়োজন ছিল ইয়ামির। তবেই আরও স্পষ্টভাবে ফুটে বেরবে অভিষেকের চরিত্র। কাজেই ইয়ামিকে যথেষ্ট খাটতে হয়েছিল চরিত্রটা নিয়ে। সেইসঙ্গে একজন পুলিশ অফিসারের চরিত্র যাতে তাঁর শরীরী ভাষাতেও বোঝা যায়, সেই চেষ্টাও করেছেন ইয়ামি। ছবিতে তাঁর চরিত্রের নাম হয়েছে জ্যোতি।