Sunny Leone: 'তুমি আক্ষরিক অর্থেই আমার জীবন বাঁচিয়েছ', সোশ্যাল মিডিয়ায় স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার সানির
Sunny Leone Update: ভিডিওয় দেখা যাচ্ছে কানের রেড কার্পেটে পাপারাৎজিদের জন্য পোজ দিচ্ছেন সানি লিওনি। ধরে রয়েছেন স্বামীর হাত। সবশেষে একে অপরকে চুম্বন করলেন, আঁকলেন ভালবাসার স্পর্শ, ভরসার স্পর্শ।
মুম্বই: সম্প্রতি 'কান চলচ্চিত্র উৎসব'-এ নজর (Cannes Film Festival 2023) কেড়েছেন অভিনেত্রী সানি লিওনি (Sunny Leone)। সেখানের একাধিক ছবিতে দেখা গেল শক্ত করে ধরে রয়েছেন জীবনসঙ্গীর হাত। রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করলেন মিষ্টি ভিডিও, ক্যাপশনে হলেন আবেগঘন।
স্বামী ড্যানিয়েলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন সানি
রবিবার মিষ্টি পোস্টে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে (Daniel Weber) ধন্যবাদ জানালেন সানি লিওনি। সম্প্রতি 'কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩'-এ ডেবিউ করলেন অভিনেত্রী। সেখানে স্ত্রীকে সঙ্গ দিতে উপস্থিত ছিলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারও।
ইনস্টাগ্রামে এদিন 'কান' উৎসবের বেশ কিছু মুহূর্তের একটি ভিডিও কোলাজ করে পোস্ট করেন সানি লিওনি। ক্যাপশনে লিখলেন, 'আমার সবচেয়ে খারাপ সময়ে ঈশ্বর তোমাকে আমার জীবনে পাঠান। সেই সময় তুমি আক্ষরিক অর্থেই আমার জীবন বাঁচিয়েছিলে এবং সেই থেকে তুমি আমার পাশে রয়েছ। একসঙ্গে ১৫ বছর! তোমাকে ছাড়া কান ফেস্টিভ্যালের এই মুহূর্ত কোনওভাবেই সম্ভব হত না। আমাকে এগিয়ে নিয়ে যেতে এবং আমার স্বপ্ন অনুসরণ করতে সাহায্য করার জন্য তোমার ক্রমাগত লড়াই সত্যিই অন্য পর্যায়ে নিঃস্বার্থ। আমি তোমাকে ভালবাসি এবং ধন্যবাদ জানাই।'
View this post on Instagram
ভিডিওয় দেখা যাচ্ছে কানের রেড কার্পেটে পাপারাৎজিদের জন্য পোজ দিচ্ছেন সানি লিওনি। ধরে রয়েছেন স্বামীর হাত। সবশেষে একে অপরকে চুম্বন করলেন, আঁকলেন ভালবাসার স্পর্শ, ভরসার স্পর্শ। এই ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশন ভরে শুভেচ্ছা ও ভালবাসায়।
স্ত্রীয়ের ভালবাসায় মোড়া খোলা চিঠির উত্তর দিয়েছেন স্বামীও। কমেন্টে লিখেছেন, 'তুমি যা জয় করেছ সবটাই তুমি নিজে অর্জন করেছ। সঙ্গে আমি থাকি বা না থাকি। আমিও তোমাকে ভালবাসি। এবং এটা সবে শুরু।'
আরও পড়ুন: Weight Loss Program : ওজন কমাতে কীভাবে সাহায্য করে থালার মাপ ! অবাক করবে পুষ্টিবিদের এই ভিডিও
প্রসঙ্গত, সানি লিওনি এই প্রথম হাঁটলেন 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এর রেড কার্পেটে। তাঁর আগামী ছবি 'কেনেডি'র প্রিমিয়ার হয় এই চলচ্চিত্র উৎসবে। কানে কোনও ছবির প্রদর্শনী সত্যিই যে কোনও অভিনেতা বা অভিনেত্রী বা পরিচালকের জন্য গর্বের। কানে এই ছবির জন্য উপস্থিত ছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ এবং অভিনেতা রাহুল ভট্ট।