'কেরলে আটকে পড়া কাকাকে ঘরে ফেরাবই, ঈদ কাটিও একসঙ্গেই', নেটিজেনকে আশ্বাস সোনুর
চিন্তা করো না ভাই! তোমরা নিশ্চয়ই তোমাদের কাকার সঙ্গে ইদ কাটাবে: সোনু সুদ
মুম্বই: লক্ষ লক্ষ পরিযায়ীদের নিজের দায়িত্বে ঘরে ফিরিয়েছেন অভিনেতা সোনু সুদ। লকডাউনে দুর্দশাগ্রস্ত শ্রমিকদের কাছে তিনি যেন ফরিস্তা। তারপর থেকেই সোনুর কাছে সারা দেশ থেকে আসছে নানারকম অনুরোধ। করোনা আবহে বিভিন্ন সমস্যায় আটকে পড়া শ্রমিকদের পরিত্রাণ করে চলেছেন তিনি। এবার আরেক খুদে নেটিজেনকে তিনি কথা দিলেন কেরলে আটকে পড়া কাকাকে ফিরিয়ে দেবেন তাঁদের কাছে। কথা দেন, আগামী ঈদটা তাঁরা একসঙ্গেই কাটাতে পারেন। ট্যুইটারে দুজনের বার্তা বিনিময় নেটিজেনদের মন জিতে নিয়েছে।
चिंता मत कर मेरे भाई .. ईद आप अपने चाचू जी के साथ ही मनायेंगे। उन्हें बोलना आपकी ईदी लेते आएँ। https://t.co/fZ0uOhDBE0
— sonu sood (@SonuSood) July 16, 2020
পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে গিয়ে এতরকম অভিজ্ঞতা তাঁর হয়েছে যে, এবার একটা বইই লিখে ফেলতে চান সোনু সুদ। সম্প্রতি মহারাষ্ট্রের পুলিশদের জন্য ২৫ হাজার ফেস শিল্ড দিয়েছেন সোনু। এর জন্য অভিনেতার ভূয়সী প্রশংসা করেন সে-রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।