Pathaan Trailer: এইদিন মুক্তি পাবে শাহরুখ-দীপিকার 'পাঠান'-এর ট্রেলার
Pathaan Updates: আজ 'পাঠান' নির্মাতাদের পক্ষ থেকে জানানো হল যে, কবে মুক্তি পাবে এই ছবির ট্রেলার।
মুম্বই: আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'পাঠান' (Pathaan)। ইতিমধ্যেই এই ছবির টিজার থেকে দুটি গান মুক্তি পেয়েছে। যা নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। 'জিরো' মুক্তির পর দীর্ঘ বিরতি নিয়ে পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। তাই দর্শকদের উচ্ছ্বাসও বেশি। আজ 'পাঠান' নির্মাতাদের পক্ষ থেকে জানানো হল যে, কবে মুক্তি পাবে এই ছবির ট্রেলার (Pathaan Trailer)।
কবে আসবে 'পাঠান'-এর ট্রেলার?
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'পাঠান' সম্পর্কিত একটি পোস্ট করেছেন। তাঁর পোস্টে জানানো হয়েছে যে, কবে মুক্তি পাবে এই ছবির ট্রেলার। তরণ আদর্শের পোস্ট থেকে জানা যাচ্ছে, আগামী ১০ জানুয়ারি মুক্তি পাবে 'পাঠান'-এর ট্রেলার। নির্মাতাদের এই ঘোষণায় উত্তেজিত দর্শকেরা। তাঁরা কমেন্ট বক্সে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন।
">
আরও পড়ুন - Smilie Suri: কোথায় হারিয়ে গেলেন 'কলিযুগ' ছবির এই নায়িকা? এখন কেমন দেখতে হয়েছে তাঁকে?
প্রসঙ্গত, শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'জিরো' ছবিতে। 'জিরো' কার্যত বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর দীর্ঘ বিরতি নেন তিনি। আর অবশেষে পর্দায় ফিরতে চলেছেন কিং খান।
">
">