এক্সপ্লোর
Advertisement
অভিনেত্রী তনিষ্কা কপূরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন চাহল
নয়াদিল্লি: ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের ডেটিং নতুন কিছু নয়। কোনও ক্রিকেটারের সঙ্গে কোনও অভিনেত্রীকে দেখা দেল সেই খবর আগুনের গতিতে ছড়িয়ে পড়ে। এ ধরনের ঘটনাই ঘটেছে ভারতীয় দলের তারকা স্পিনার যজুবেন্দ্র চাহলের ক্ষেত্রেও। তিনি সিনেমা অভিনেত্রী তনিষ্কা কপূরের সঙ্গে ডেটিং করছেন এবং তাঁরা বিয়ে করবেন বলেও খবর ছড়িয়ে পড়ে। সেই খবর এবার সরাসরি খারিজ করে দিলেন চাহল। তনিষ্কার সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
চাহলের ট্যুইট, 'এই বার্তার মাধ্যমে আমি আমার পক্ষ থেকে জানিয়ে দিতে চাই যে, আমার জীবনে এমন কিছুই ঘটছে না। তনিষ্কার সঙ্গে আমার বিয়ে হচ্ছে না। তনিষ্কা ও আমি পরস্পরের ভালো বন্ধু'।
এ ধরনের খবর ছড়ানো বা ভাইরাল না করতেও চাহল আর্জি জানিয়েছেন। তিনি লিখেছেন, 'আশা করি, সবাই আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে শ্রদ্ধাশীল থাকবে এবং এ ধরনের গুজব বন্ধ করবে'।
উল্লেখ্য, চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন চাহল। পাঁচ ম্যাচে ৮.৪১ গড়ে এখনও পর্যন্ত পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। ২০১৭-র আইপিএলে তিনি ১৪ উইকেট নিয়েছিলেন। এর আগের বছর ২১ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রহকারী ছিলেন চাহল।???????? pic.twitter.com/fpC9vQpYHH
— Yuzvendra Chahal (@yuzi_chahal) April 23, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement