Fact Check: লাহৌরে আততায়ী হামলায় মৃত্যু পাকিস্তানের ফাস্টবোলার শাহিন শাহ আফ্রিদির? ভাইরাল ভিডিও কি সত্যি?
Asia Cup 2025: এশিয়া কাপের আগে পাক ফাস্টবোলারকে ঘিরে শোরগোল ক্রিকেটবিশ্বে।

লাহৌর: এশিয়া কাপের (Asia Cup 2025) আগে হইচই পড়ে গিয়েছে একটি খবর নিয়ে। পাকিস্তান ক্রিকেট দলের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদির (Shaheen Afridi Murder News) মৃত্যু হয়েছে! লাহৌরে তাঁকে ৭টি গুলি করে হত্যা করা হয়েছে, এমন এক জল্পনা ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। আরও দাবি করা হয়েছে যে, পাকিস্তানের ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট, CCD, শাহিন শাহ আফ্রিদির হত্যাকারীদের গ্রেফতার করেছে। এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যেখানে আফ্রিদির মৃত্যুর পরে হাজার হাজার মানুষের ভিড়ও দেখানো হয়েছে।
সত্যিই কি শাহিন শাহ আফ্রিদির মৃত্যু হয়েছে? সেটা জানানোর জন্যই এই প্রতিবেদন।
ভাইরাল ভিডিওর সত্যতা কী?
সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হয়েছে যে, পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে হত্যা করা হয়েছে। জানানো হয়েছে যে, লাহৌরে ৭টি গুলি করে শাহিন শাহ আফ্রিদিকে হত্যা করা হয়েছে এবং পাকিস্তানের ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট (CCD) তাঁর হত্যাকারীদের গ্রেফতার করেছে। এছাড়াও, নাসিম শাহের একটি ছবিও দেখানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে, শাহিনের মৃত্যুর খবর শুনে নাসিম শাহ কান্নায় ভেঙে পড়েছেন।
এই ভাইরাল ভিডিওটি খতিয়ে দেখা যায় যে, এটি সম্পূর্ণভাবে ভুয়ো। এই ভিডিওটি এআই-এর (AI) সাহায্যে তৈরি করা হয়েছে। শাহিন শাহ আফ্রিদি সম্পূর্ণ সুস্থ এবং জীবিত আছেন। তাঁকে এশিয়া কাপের জন্য পাকিস্তান দলেও রাখা হয়েছে। যা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।
View this post on Instagram
শাহিন শাহ আফ্রিদির কেরিয়ার
২৫ বছর বয়সী শাহিন শাহ আফ্রিদি গত কয়েক বছর ধরে পাকিস্তান দলের পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি এখনও পর্যন্ত ৩১টি টেস্ট ম্যাচে ১১৬টি উইকেট নিয়েছেন, যেখানে ৬৬টি ওয়ান ডে ম্যাচে তাঁর ১৩১টি উইকেট রয়েছে। টি-টোয়েন্টি (T20) কেরিয়ারের দিকে তাকালে, আফ্রিদির দখলে এখনও পর্যন্ত ৮১টি ম্যাচে ১০৪টি উইকেট রয়েছে। আফ্রিদি এখনও পর্যন্ত আন্তর্জাতিক (International) কেরিয়ারে মোট ১৭৮টি ম্যাচে ৩৫১টি উইকেট শিকার করেছেন।



















