ABP India at 2047 Summit : কিশোর কুমারের বইয়ে ডুবে আমির, 'দেশে ওনার থেকে বড় গায়ক আর কেউ নেই..'! অটোবায়োগ্রাফি বানাতে চান ? মুখ খুললেন পারফেকশনিস্ট
Amir Khan on Kishore Kumar: ABP Network India at 2047-এর সম্মেলনে এসে কিশোর কুমারকে নিয়ে মুখ খুললেন বলিউডের The Perfectionist আমির খান

নয়াদিল্লি: ২০ জুন মুক্তির অপেক্ষায়, 'তাঁরে জমিন পর' ছবির সিক্যুয়েল এবার আমিরের 'সিতাঁরে জমিন পর'। 'তারে জমিন পর আমাদের কাঁদিয়েছিল, এই ছবি আমাদের হাসাবে। এই ছবিতে কোথাও গিয়ে আমাদের ভাবাবেগ মিলে যাবে', জানালেন তিনি। ABP Network India at 2047-এর সম্মেলনে এসে কিশোর কুমারকে নিয়ে মুখ খুললেন বলিউডের The Perfectionist আমির খান।
আরও পড়ুন, 'টাকা আপনার বেঁচেছে, গাল খেয়েছে মোদি..' ! বললেন প্রধানমন্ত্রী
বই পড়তে ভালবাসেন আমির খান। একথা সকলেই জানা। এদিন নানা কথার মাঝে তাঁকে যখন প্রশ্ন করা হয়, এই মুহূর্তে কোন বইটি তিনি পড়ছেন ? উত্তরে তিনি বলেন, 'এই মুহূর্তে কিশোর কুমারের বায়োগ্রাফি পড়ছি।' কিশোর কুমারকে নিয়ে কোনও অটোবায়ো করার ইচ্ছে আছে কিনা, প্রশ্ন করতেই, আমিরের জবাব, দেখা যাক, আগে কী হয়। তবে এখন এই মুহূর্তে আমি ওনার বই পড়ছি। ওনাকে জানার চেষ্টা করছি। আমি ওনার অনেক বড় ভক্ত। আমার মনে হয় ওনার থেকে ভাল কোনও গায়ক ভারতে আসেননি। তিনি সত্যিই অসাধারণ একজন গায়ক। তবে আমি অন্য কাউকে কম বলছি না।'
শ্যুটিংয়ের জন্য তিনি যে কোনও উচ্চতায় যেতে পারেন। তা গবেষণা হোক। কিংবা অভিনয়ের স্ট্যাটেজি। এদিন তিনি নিজে মুখেই স্বীকার করেন একবার শ্যুটিংয়ের জন্য একটানা ১২ দিন চান করেননি। এর কারণটা খোলাসা করেন আমির। উদাহরণ টানেন 'গোলাম' ছবির। তিনি বলেন, ওই ছবিতে অনেকগুলি অ্যাকশনের দৃশ্য ছিল। মারপিট করা, মুখ-হাতের কেটে যাওয়া, রক্ত লেগে থাকার যে রিয়েলিস্টিক মেকাপ, সেটা শ্যুটিং শেষে চান করলে, পুরোটাই ধুয়ে মুছে যেত। পরেরদিনের শ্যুটিংয়ে সেই নিখুঁত ধারাবাহিকতা ঠিক আসত না। সেই জন্য চান না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
এবিপি নেটওয়র্ক : ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে নবাগতদের মধ্যে ঠিক 'আমির খান' এর মত কে রয়েছেন ?
আমির খান: আমার মনে হয়, ইন্ডাস্ট্রিতে যে সকল ইয়ংস্টাররা আসছেন, তারা খুবই দক্ষ। তাই কাউকে আমির খান হওয়ারই দরকার হবে না। কারণ তাঁরা নিজেরাই যথাযথ। খুবই ভাল কাজ করছে।
এই অবধি বলে, লাপাতা লেডিস, সদ্য প্রকাশ পাওয়া ছবিটির, হিরোর উদাহরণ টানেন তিনি। যে কীভাবে নবাগত হয়েও, কতটা দায়িত্বের সঙ্গে চরিত্রের ভূমিকা পালন করেছে. অর্থাৎ এই মুহূর্তে নবাগতরা প্রস্তুত হয়েই ইন্ডাস্ট্রিতে আসে। বরং নিজেকে তৈরি করতে অনেকটা সময় লেগেছে, বলেই জানিয়েছেন আমির খান।






















