(Source: ECI/ABP News/ABP Majha)
LIVE UPDATES: বাজেট 'ভিশনলেস', ট্যুইট মমতার, পেট্রল, ডিজেলের দামবৃদ্ধিকে অস্ত্র করে তীব্র আক্রমণ কংগ্রেসের
LIVE
Background
নয়াদিল্লি: দ্বিতীয় নরেন্দ্র মোদি সরকারের প্রথম বাজেট আজ পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভোটে বিরাট জয় পেয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসা মোদি সরকারের প্রতি এবার সাধারণ মানুষের বিপুল প্রত্যাশা রয়েছে। আর সেই প্রত্যাশা পূরণের ভার নির্মলার ওপর।
বেলা ১১টা থেকে শুরু হবে বাজেট পেশ। রেল বাজেটও পেশ হবে আজই। আগে কেন্দ্রীয় বাজেট ও রেল বাজেট ভিন্ন ভিন্ন দিনে পেশ করার রীতি ছিল, নিয়ম পাল্টেছে ২০১৬ সাল থেকে। এবার দেখে নেওয়া যাক সীতারামনের কাছে বাজেট প্রত্যাশা-
অর্থমন্ত্রীর কাছে সবথেকে উদ্বেগের বিষয় হল রাজস্ব বিশেষত জিএসটি আদায়ের বিশেষ বৃদ্ধি না হওয়া। সরকারি বাণিজ্যিক সংস্থাগুলির শেয়ার বিক্রি করে ও ভর্তুকি কমানোর মত পদক্ষেপ করে তিনি বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করতে পারেন। ২০২৫-এর মধ্যে ভারতীয় অর্থব্যবস্থাকে ৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মোদি সরকার। সে জন্য রাস্তা, রেলওয়ের মত পরিকাঠামোগত ক্ষেত্রে বড়রকম জোর দিতে পারেন নয়া অর্থমন্ত্রী, ২০১৯-এর প্রথম ৩ মাসে এই সব ক্ষেত্রে বৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৫.৮ শতাংশ যা গত ৫ বছরে সর্বনিম্ন। আইআইপি ও অটোমোবাইল ক্ষেত্রেও বৃদ্ধির ধীর গতি বিশেষজ্ঞদের চিন্তার কারণ।
অনেকে আবার মনে করছেন, ব্যক্তিগত করছাড়ের মাত্রা বাড়িয়ে নয়া অর্থমন্ত্রী সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারেন। পাশাপাশি জোর দিতে পারেন কৃষি, স্বাস্থ্য ও সামাজিক ক্ষেত্রে।