এক্সপ্লোর
এক ঝলকে দেখলে মনে হয় বিমানবন্দর, লখনউয়ের এই সরকারি বাস ডিপোয় মিলবে বিলাসবহুল পরিষেবা
1/7

এর জন্য বাস টার্মিনাস নির্মাণকারী সংস্থাকে ইউজার-ফি নেওয়ার অধিকার দেওয়া হয়েছিল। কিন্তু, যোগী প্রশাসন চায় না, যাত্রীদের থেকে কোনও প্রকার চার্জ বা ফি নেওয়া হোক। পরিবহণ মন্ত্রী স্বতন্ত্রদেব সিংহ জানান, আলোচনা চলছে। খুব শীঘ্রই কোনও না কোনও রাস্তা বেরিয়ে আসবে।
2/7

আলমবাগ বাস টার্মিনাসকে লখনউ মেট্রোর সঙ্গেও জোড়া হচ্ছে। এর জন্য পৃথক রাস্তা তৈরি করা হয়েছে। ওই রাস্তা সোজা বাস টার্মিনাসের দ্বিতলের সঙ্গে জোড়া হয়েছে। এর ফলে, যে যাত্রীরা লখনউ থেকে অন্যত্র যেতে চান, তাঁদের অনেকটাই সুবিধা হবে। তবে, এই বাস টার্মিনাসের রক্ষণাবেক্ষণ নিয়ে এখনও কোনও চূড়ান্ত ফয়সলা হয়নি।
Published at : 11 Jun 2018 10:40 PM (IST)
Tags :
LucknowView More






















