Bowel Cancer : এই লক্ষণগুলি দেখে অর্শ বলে অবহেলা করছেন না তো? হতে পারে প্রাণঘাতী অন্ত্রের ক্যান্সারও
Bowel Cancer Symptoms : অর্শরোগ ঘরে ঘরে হয় ও এই রোগ চিকিৎসায় সেরেও যায়। তাই প্রাথমিকভাবে সবাই মনে করেন অর্শই হয়েছে, সেরেও যাবে।
অন্ত্রের ক্যান্সার ( Bowel Cancer ) : অন্ত্রের ক্যান্সার বা বাওয়েল ক্যান্সার। বৃহদন্ত্রে এই ক্যান্সারের সূত্রপাত হয় সাধারণত। ক্যান্সার কোথা থেকে শুরু হয় তার উপর নির্ভর করে, অন্ত্রের ক্যান্সারকে কখনও কখনও কোলন ক্যান্সার কখনও আবার রেকটাল ক্যান্সার বলা হয় ( colon or rectal cancer)। এই ক্যান্সার অতি বিপজ্জনক যখন এটি প্রাথমিক ভাবে ধরাই পড়ে না। আসলে বেশিরভাগ মানুষ অন্ত্রের ক্যান্সারের উপসর্গগুলিকে অর্শ ভেবে ভুল করেন ও ভুল চিকিৎসাও করে চলেন। ফলে প্রাণঘাতী হয়ে ওঠে এই অসুখ।
আসলে অনেক ক্ষেত্রে অন্ত্রের ক্যান্সার আর অর্শের ( Piles ) লক্ষণগুলি একইরকম। মলদ্বার থেকে রক্তপাত হওয়া এবং মলদ্বার এলাকায় পিণ্ড তৈরি হওয়া উভয় রোগেরই সাধারণ উপসর্গ। অর্শরোগ ঘরে ঘরে হয় ও এই রোগ চিকিৎসায় সেরেও যায়। তাই প্রাথমিকভাবে সবাই মনে করেন অর্শই হয়েছে, সেরেও যাবে।
অর্শ হল মলদ্বারের ভিতরের শিরা ফুলে যাওয়া। কোষ্ঠকাঠিন্য বা শক্ত মলের কারণে এই শিরাগুলো জ্বালা করে ও ফেটে রক্তপাত হয়। অনেক সময় এই ফোলা শিরাগুলোতেও চুলকানিও হয়। ক্যান্সার হলে শরীরের ওই নির্দিষ্ট অংশের কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে শুরু করে।
অন্ত্রের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি কী কী?
- পাইলসের সাধারণ লক্ষণ হল মলদ্বারের কাছে চুলকানি বা জ্বালাভাব। মলত্যাগের সময় এই কষ্ট দ্বিগুণ হয়। মলদ্বার থেকে রক্ত পড়া এবং মলের সঙ্গে রক্ত পড়া শুরু হয়।
অন্ত্রের ক্যান্সারের সাধারণ লক্ষণ হল - - মলের সঙ্গে রক্তপাত
- মলদ্বার থেকে রক্তপাত
- চরম ক্লান্তি
- ওজন হ্রাস
- অবিরাম পেটে ব্যথা
- ক্ষুধা হ্রাস পায়
- পায়ু অঞ্চলে ব্যথা
- নিম্ন পরিপাকতন্ত্রে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে।
অন্ত্রের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলিকে উপেক্ষা করবেন না। হয়ত এই উপসর্গ নিয়ে কোনও সাধারণ রোগও আসতে পারে। তবে কেউ অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হলে যদি প্রাথমিক স্তরেই ধরা পড়ে, তাহলে তা ছড়িয়ে পড়ে আটকানো যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আরও কতগুলি উপসর্গ চোখে পড়ে, যা খুব সাধারণ নয়। - অবিরাম পেটে ব্যথা
- ঘন ঘন প্রস্রাব করার তাগিদ
এই লক্ষণগুলি রোগের প্রাথমিক লক্ষণ যা উপেক্ষা করা উচিত নয়। যখন এই লক্ষণগুলি বৃদ্ধি পায় এবং ক্যান্সার কোষগুলিকে শরীরে দ্রুত বৃদ্ধির সুযোগ দেয়। অন্ত্রের ক্যান্সার এমন একটি ক্যান্সার যে প্রতি বছর লক্ষাধিক মানুষ এর শিকার হয় ও প্রাণহানির কারণ হয়। তাই এমন উপসর্দ দেখলেই সতর্ক করুন।
আরও পড়ুন :পুরুষের স্তনেও কর্কট রোগ, এই লক্ষণগুলি অবহেলা করলে যেতে পারে প্রাণ
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )