Chia Seeds Benefits: চিয়া সীডই বাড়িয়ে দেবে আয়ু, ক্রনিক রোগের কবল থেকে মিলবে মুক্তি
Chia Seeds Top Benefits And History: চিয়া সীডের গুণে দীর্ঘ হবে আয়ু। একাধিক ক্রনিক রোগের কবল থেকে এই বীজ মুক্তি দেবে। কেন খাবেন ?
Chia Seeds Benefits: ওজন কমাতে অনেকেই চিয়া সীডস খান এখন। কিন্তু ওজন কমানো ছাড়াও আরও বেশ কিছু গুণ রয়েছে চিয়া সীডসের। চিয়া সীডস কোনও বিদেশি খাবার নয়। নামটা তেমন শুনতে লাগলেও এটি আমাদের পরিচিত একটি গাছ থেকেই পাওয়া যায়। কী সেই গাছ ? কীই বা গুণ চিয়া বীজের। জেনে নেওয়া যাক।
চিয়া বীজ আদতে কী ?
হার্ভার্ড হেলথের একটি সূত্র অনুযায়ী, এটি স্যালভিয়া হিসপ্যানিকা গাছের বীজ। নামটি বিদেশি শুনতে লাগলেও আসলে এটি পুদিনা পাতা গাছের একটি বিশেষ ধরন। সেই গাছের বীজগুলি সাদা,কালো দুইরকম রঙেরই হতে পারে। এগুলিই চিয়া বীজ নামে পরিচিত।
চিয়া বীজের ইতিহাস (5000 years Of Chia Seeds)
প্রসঙ্গত, আজটেক ও মায়া সভ্যতার মানুষরাও চিয়া সীডস খেতেন। অর্থাৎ প্রায় ৫ হাজার বছর ধরে এটি মানুষের খাদ্য। তখন মূলত মধ্য আমেরিকায় পাওয়া যেত এই বিশেষ গাছ ও তার বীজ।
চিয়া বীজ খাবেন কেন ?
ক্রনিক রোগের ঝুঁকি কমায় - চিয়া বীজ একটি উন্নত মানের খাবার। যা বিভিন্ন ক্রনিক রোগকে ঠেকায়। যেমন উচ্চ রক্তচাপ, সুগার ইত্যাদি। কীভাবে ঠেকায় সেই কথাই বিশদে আলোচনা করা যাক এবার।
সুগার নিয়ন্ত্রণে রাখে - রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চিয়া সীডস। কারণ এর মধ্যে রয়েছে শক্তিশালী ফাইবার।
প্রদাহ কমায় - প্রদাহ আমাদের শরীরের একাধিক রোগের কারণ। এই তালিকায় রয়েছে ডায়াবেটিস, আর্থারাইটিস। চিয়া সীডসের প্রদাহনাশী গুণ রয়েছে।
কোলেস্টেরল - রক্তে খারাপ ও ভাল দুই ধরনের কোলেস্টেরল থাকে। এর মধ্যে খারাপ কোলেস্টেরল হার্টের বিপদ ডেকে আনে। এই কোলেস্টেরলের পরিমাণ কমায় চিয়া সীডস।
উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় - চিয়া বীজের ফাইবার প্রদাহ কমায়। প্রদাহ কমিয়ে নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ।
খাবার হজম করায় - এর উন্নত মানের ফাইবার খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। এর ফলে পেটের গোলযোগ কম হয়।
মানসিক অবসাদ কমায় - নানা কারণে মানসিক অবসাদ অনেককে গ্রাস করে। খাবারের দিকে মন দিলে এই অবসাদ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। চিয়া সীডসের ফাইবার স্ট্রেস কমায়। যা অবসাদ নিয়ন্ত্রণ করে।
স্ট্রেস কমায় - অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ চিয়া বীজ। এই বিশেষ উপাদানটি অক্সিডেটিভ স্ট্রেস কমায়।
ক্যানসার ঠেকায় - অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোশের ক্ষতি ঠেকায় চিয়া বীজ। যা ক্যানসারের একটি বড় কারণকে দমিয়ে রাখে। ফলে ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে যায়।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Marsilea Quadrifolia Benefits: গুণের ভাণ্ডার যেন শুষনি শাক, নিয়মিত খেলে দূরে থাকে কঠিন সব রোগও
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )