Dhanteras 2022: ধনতেরসে কেন সোনা কিংবা রুপো কেনা হয়?
Dhanteras: যদিও শুধুমাত্র সোনা কিংবা রুপোই নয়। ধনতেরসে কেনা হয় নতুন বাসনও। কী এই বিশেষ দিনের ইতিহাস? কেনই না এই দিনে ঘরে আনতে হয় সোনা, রুপো অথবা নতুন বাসন?
কলকাতা: দীপাবলির (Diwali) আগেই আসে ধনতেরস (Dhanteras)। বহু বছর ধরে বছরের এই দিনটায় সোনা কিংবা রুপো কেনার চল চলে আসছে। দীপাবলিতে (Diwali 2022) যেমন আলো জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়। এর অর্থ, জীবন থেকেও সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটানো। কিন্তু ধনতেরসে (Dhanteras 2022) কেন সোনা কিংবা রুপো কেনা হয় জানা আছে? যদিও শুধুমাত্র সোনা কিংবা রুপোই নয়। ধনতেরসে কেনা হয় নতুন বাসনও। কী এই বিশেষ দিনের ইতিহাস? কেনই না এই দিনে ঘরে আনতে হয় সোনা, রুপো অথবা নতুন বাসন?
কেন ধনতেরসে সোনা, রুপো বা নতুন বাসন কেনা হয়?
বিশেষজ্ঞরা জানান, ধনতেরস উদযাপনের একটা বেশ আকর্ষণীয় গল্প রয়েছে। বহু বছর ধরে মানুষ সেই বিশ্বাস থেকেই সোনা, রুপো, গয়না, মূল্যবান পাথর অথবা নতুন বাসন কিনে থাকেন। ধনতেরস কথার অর্থই হল সম্পত্তি যা কার্তিক মাসের ১৩ তারিখে বৃদ্ধি করা হয়। কার্তিক মাসের ১৩ তারিখ ত্রয়োদশী। পূরাণ অনুযায়ী, এই দিনই সোনা, রুপো, গয়না, নানা রত্ন, নতুন বাসন ঘরে নিয়ে আসা হয়। এই দিনে বহু মানুষ নতুন ব্যবসাও শুরু করেন। বিশ্বাস করা হয়, ধন সম্পত্তি বৃদ্ধির জন্য় সবথেকে শুভদিন এটাই। বহু বছর ধরে এই রীতি চলে আসছে। পূরাণ অনুযায়ী জানা যায়, সোনা এবং রুপো অশুভ শক্তি কিংবা যেকোনও নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করে। তাই এইদিনে সোনা কিংবা রুপো কেনা হয়। এই দিনে সোনা এবং রুপোর সঙ্গে মহামূল্যবান পাথর বা রত্ন কিনলেও একইরকম শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
আরও পড়ুন - Diwali 2022: বানিয়ে ফেলুন মধুমেহ রোগীদের জন্য বিশেষ মিষ্টি, রইল রেসিপি
পূরাণ অনুযায়ী জানা যায়, ধরতেরসে আবির্ভূত হন ধন সম্পত্তির দেবতা কুবের। তিনি আশীর্বাদ করেন। যাতে সম্পত্তির বৃদ্ধি ঘটে। তারইসঙ্গে আশীর্বাদ করেন দেবী লক্ষ্মীও। দুই দেবতার পুজো করলে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। ঘর ভরে ওঠে সুখ, সমৃদ্ধিতে। জীবন থেকে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সেখানে সুখ সমৃদ্ধির বৃদ্ধি ঘটানোর জন্য পালন করা হয় ধনতেরস। আরও জানা যায়, এই বিশেষ দিনে ঘরে কোনও খালি বাসন নিয়ে আসতে নেই। বরং, তাতে চাল, দুধ কিংবা শস্যদানা ভরে নিয়ে আসা দরকার। তবেই সংসারের শ্রী বৃদ্ধি হয়।