(Source: ECI/ABP News/ABP Majha)
Diwali 2021: দীপাবলির দিন প্রকৃতির বিভিন্ন রূপ ফুটে উঠুক রঙ্গোলিতে
চারিদিক আলোয় সেজে ওঠা ছাড়াও দীপাবলির অন্যতম আকর্ষণ থাকে রঙ্গোলি (Rangoli)। যা আমাদের বাড়ির সৌন্দর্যকে আরও খানিকটা বাড়িয়ে দেয়। এবার প্রকৃতির বিভিন্ন রূপকেই রঙ্গোলিতে ফুটিয়ে তুলুন।
কলকাতা: এসে গেল আলোর উৎসব (Diwali 2021)। নানারকম আলোতে সেজে উঠেছে চারিদিক। অন্যান্য উৎসবের দিনগুলোর মতো দীপাবলির উৎসবেও বাড়িতে অতিথিদের সমাগম হয়। যদিও এখন করোনা পরিস্থিতি চলছে। তার মধ্যেও যাবতীয় করোনা বিধি মেনে উৎসবে মেতে উঠেছেন সকলে। চারিদিক আলোয় সেজে ওঠা ছাড়াও দীপাবলির অন্যতম আকর্ষণ থাকে রঙ্গোলি (Rangoli)। যা আমাদের বাড়ির সৌন্দর্যকে আরও খানিকটা বাড়িয়ে দেয়। এবার প্রকৃতির বিভিন্ন রূপকেই রঙ্গোলিতে ফুটিয়ে তুলুন।
১. প্রকৃতির সবথেকে সুন্দর সৃষ্টি অবশ্যই ফুল। তাই এবারের রঙ্গোলি সাজিয়ে ফেলুন ফুলের ডিজাইনে। প্রদীপ এবং ফুল দিয়ে খুব সহজেই রঙ্গোলি তৈরি করে ফেলতে পারেন। যেকোনও ফুলের ডিজাইন প্রথমে যেখানে রঙ্গোলি তৈরি করতে চাইছেন, সেখানে এঁকে নিন। এবার মাটির প্রদীপ এবং ফুলের পাপড়ি দিয়ে তৈরি করুন রঙ্গোলি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরে উঠবে আপনার বাড়ি।
২. ফুলের মতোই বিভিন্ন গাছের পাতার ডিজাইনে তৈরি করতে পারেন রঙ্গোলি। একইরকমভাবে প্রথমে যেখানে রঙ্গোলি তৈরি করতে চাইছেন, সেখানে পাতার ডিজাইন এঁকে নিতে হবে। আর তারপর রং এবং ফুল দিয়ে রঙ্গোলি তৈরি করে নিন।
আরও পড়ুন - Diwali Recipes: দীপাবলিতে খাবারে আসুক নতুনত্ব, রইল তেমন কিছু রেসিপি
৩. আমাদের দেশের জাতীয় পাখি ময়ূরের সৌন্দর্য অসীম। তাই রঙ্গোলি করার জন্য এর থেকে সুন্দর আর কীই বা হতে পারে। তবে, ময়ূরের ডিজাইনে রঙ্গোলি করতে গেলে অবশ্যই বড় কোনও জায়গায় করলে দেখতে অনেক ভালো লাগবে। প্রথমে ময়ূর এঁকে নিতে হবে। এবার খুব সাবধানে রং দিয়ে সাজিয়ে দিন।
৪. একেবারে ছোটবেলায় ফিরে গিয়ে প্রকৃতির যেকোনও দৃশ্য এঁকে নিতে পারেন প্রথমে। পাহাড়, নদি, গাছ, গ্রাম, মানুষ। যেকোনও কিছু এঁকে নিয়ে প্রয়োজন মতো গুঁড়ো রং, ফুল এবং প্রদীপ, অর্থাৎ, যা যা প্রয়োজনীয় কিছু লাগে, সেসব দিয়ে রঙ্গোলি তৈরি করতে পারেন।
৫. সমুদ্রের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন রঙ্গোলিতে। মাছ থেকে জলের নিচের সৌন্দর্যও রঙের মাধ্যমে রঙ্গোলিতে সাজিয়ে তুলুন। বাড়িতে আসা অতিথিরাও অবাক হবেন।