Boiled Egg Health Benefits: প্রোটিনের অভাব শরীর-স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে, তাই রোজ পাতে রাখুন একটা ডিম সেদ্ধ
Health Tips: রোজ একটা করে ডিম সেদ্ধ খেতে হবে, অবশ্যই কুসুম সমেত। প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ খেলে কী কী উপকার হবে আপনার শরীর-স্বাস্থ্যের, দেখে নিন।

Boiled Egg Health Benefits: আমাদের শরীরে প্রয়োজনীয় কোনও উপকরণেরই ঘাটতি হওয়া উচিত নয়। এই তালিকায় রয়েছে, প্রোটিন। শরীরে প্রোটিনের ঘাটতি একেবারেই হতে দেওয়া চলবে না। কারণ প্রোটিনের ঘাটতি আমাদের শরীরে দেখা দিলে একাধিক সমস্যায় পড়বেন আপনি। সবার আগে প্রভাব পড়বে চুলে। মারাত্মক হারে চুল ঝরতে পারে। এছাড়াও প্রোটিনের ঘাটতি ঘনঘন ইনফেকশন ডেকে আনবে আপনার শরীরে। সারাক্ষণ ক্লান্তিতে ঝিমাবেন আপনি। প্রোটিনের ঘাটতির প্রভাব পড়তে পারে আমাদের ত্বকেও। দেখা দিতে পারে প্রচণ্ড চুলকানি। মারাত্মক রুক্ষ-শুষ্ক হয়ে যেতে পারে ত্বক। তাই শরীরে সঠিক মাত্রায় প্রোটিন বজায় রাখা জরুরি।
আর তার জন্য রোজ একটা করে ডিম সেদ্ধ খেতে হবে, অবশ্যই কুসুম সমেত। প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ খেলে কী কী উপকার হবে আপনার শরীর-স্বাস্থ্যের, দেখে নিন।
- প্রতিদিন অন্তত একটা ডিম সেদ্ধ খাওয়া প্রায় সকলেরই উচিত। ডিম সেদ্ধ করে খেলেই উপকার সবচেয়ে বেশি। ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। চুলের স্বাস্থ্যের জন্য ডিম খাওয়া ভাল।
- যাঁদের চুলের সমস্যা রয়েছে, তাঁরা চুলে ডিম না মেখে, বরং রোজ একটা ডিম সেদ্ধ খান। চুল পড়ার সমস্যা কমায় ডিমে থাকা বিভিন্ন উপকরণ। ব্রেকফাস্টে রোজই একটা ডিম সেদ্ধ খেতে পারেন আপনি।
- পেশীর মেরামতিতে কাজে লাগে ডিমের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। তাই যাঁরা নিয়মিত শরীর চর্চা করেন, তাঁরা রোজ ডিম সেদ্ধ খান।
- প্রোটিনের পাশাপাশি প্রচুর হেলদি ফ্যাট রয়েছে ডিমের মধ্যে। এইসব হেলদি ফ্যাট আমাদের শরীর স্বাস্থ্যের অনেক উপকার করে।
- মস্তিষ্ক সজাগ, সক্রিয় রাখতে, মস্তিষ্কের কার্যক্রম সঠিক রাখতে সাহায্য করে রোজ একটা ডিম সেদ্ধ খাওয়ার অভ্যাস।
- চোখের স্বাস্থ্যের জন্যেও ডিম খাওয়া ভাল। তাই দৃষ্টিশক্তি ভাল রাখার জন্য পাতে রাখুন ডিম সেদ্ধ।
- ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি যা আমাদের শরীরে ক্যালশিয়াম এবং ফসফরাস শোষণে সাহায্য করে।
- আর ক্যালশিয়াম এবং ফসফরাস আমাদের হাড়ের গঠন মজবুত করে। হাড়ের ক্ষয় রোধ করে। তাই রোজ একটা ডিম সেদ্ধ খান।
- ডিম সেদ্ধ খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে। খাইখাই ভাব কমবে। ফলে যখন তখন যা কিছু খেয়ে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমবে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















