মলদ্বীপ নয়, প্রকৃতির রূপ দেখতে পর্যটকরা ভিড় জমান ভারতের এই ৫ ট্যুরিস্ট স্পটে
Five Destinations Except Lakshadweep Maldives: লাক্ষাদ্বীপ বা মলদ্বীপ গত কিছু দিন ধরেই খবরের শিরোনামে রয়েছে। কিন্তু ভারতের পাঁচ পর্যটনস্থল প্রকৃতির সৌন্দর্যের কারণেই আকর্ষণ করে পর্যটকদের।
কলকাতা: লাক্ষাদ্বীপ ও মলদ্বীপ নিয়ে একের পর এক বিতর্ক লেগেই রয়েছে। লাক্ষাদ্বীপে তো অবশ্যই যাবেন। অনেক কম খরচে দেশের এই স্থানগুলিও ঘুরে আসা সম্ভব। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সেখানে মিশে রয়েছে অপার শান্তি। ভারতের এমন পাঁচ পর্যটনস্থলেরই হদিশ থাকল এবার।
মানালি (Manali): হিমালয়ের উপত্যকায় এই চোখ ধাঁধানো শহর। নিসর্গ যারা ভালোবাসেন, তাদের জন্য নিঃসন্দেহে এই গন্তব্য মনে রাখার মতো হবে। পাহাড়ের কোলে বরফের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন। সাধারণত শিমলা,কুলু,মানালির ট্রিপ একসঙ্গেই করে থাকেন পর্যটকরা। সেই ট্রিপেই একদিন বেশি সময় নিয়ে উপভোগ করতে পারেন এই পাহাড়ি নিসর্গ।
শ্রীনগর (Srinagar): শ্রীনগর অর্থাৎ কাশ্মীরের রাজধানীকে সৌন্দর্যের আরেক নাম বললেও ভুল বলা হয় না। রাজনৈতিক অশান্তি যতই লেগে থাক, পর্যটকদের ভিড় লেগেই থাকে উত্তর ভারতের এই অংশে। তাই অনায়াসেই আপনার গন্তব্যের তালিকায় থাকতে পারে কাশ্মীর।
উটি (Ooty): প্রাকৃতিক সৌন্দর্যের কথা যদি বলতে হয়, দক্ষিণ ভারতের এই শহরটির কথা না বললেই নয়। পশ্চিমঘাট পর্বতমালার ধার ঘেঁষে তামিলনাডুর এই বিখ্যাত শহর। দেশে অন্যতম সেরা কফি চাষের স্থান এই শহর। কফির খেত ছাড়াও চোখ কাড়বে পাহাড়ি উপত্যকা। মনে শান্তি জোগাবে এই অঞ্চলের মনোরম আবহাওয়া। এছাড়াও, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, উটি লেক, বোটানিক্যাল গার্ডেন এই শহরের অন্যতম আকর্ষণ।
কেরালা (Kerala): ছোট্ট একটি জায়গা নয়। বরং গোটা একটি রাজ্য। হ্যাঁ, কেরলের সৌন্দর্যকে রীতিমতো লালন করে আকর্ষণীয় করে তুলেছে সেই রাজ্যের পর্যটন দফতর। সারা বিশ্বের ভ্রমণ তালিকায় বারবার এই রাজ্যটি স্থান করে নেয়। কেরালার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ভোলাবেই। পর্যটকদের জন্য নানা প্রশাসনিক সুযোগসুবিধা বারবার যেতেও বাধ্য করতে পারে।
গ্যাংটক (Gangtok): ভ্রমণের জন্য আরও একট আকর্ষণীয় স্থান। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কারণে গ্যাংটক পর্যটকদের প্রায়ই ভিড় লেগে থাকে। কুপুপ লেক, ডিয়ার পার্ক, সেভেন সিস্টার ওয়াটারফল,বনঝাকড়ি ওয়াটারফলের নজরকাড়া সৌন্দর্য রীতিমতো তাক লাগিয়ে দেবে।
পাহাড়ি সৌন্দর্য তো হল। তবে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সমুদ্র সৈকতের সৌন্দর্যও উপভোগের ইচ্ছা জাগতে পারে। ভারতের গোয়া কিন্তু মূলত বিচের নৈসর্গিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত। তাই গোয়াতেই থেকেই ঘুরে আসতে পারেন পরের ট্রিপে। এই অভিজ্ঞতাও রীতিমতো মনে রাখার মতোই।
আরও পড়ুন: Bipolar disorder : বাইপোলার ডিসঅর্ডারে মৃত্যুর আশঙ্কা ধূমপানের থেকেও বেশি !