Happy Promise Day 2022: সুসম্পর্ক বজায় রাখতে যে ৫ প্রতিজ্ঞা কখনও করবেন না
আজ প্রমিস ডে। এইদিন প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, সঙ্গীরা একে অপরের কাছে অনেক কিছু বিষয়েই অঙ্গীকারবদ্ধ হন। কিন্তি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একটি সম্পর্ক সঠিকভাবে বজায় রাখতে সব প্রতিজ্ঞা করা উচিত নয়।
কলকাতা: যখন দুটো মানুষ ভালোবাসায় (Love) থাকেন, তখন একে অপরকে অনেক কিছু কথা দেন, অনেকক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ (Promise) হন। তাঁরা সবসময়ই একে অপরকে ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা করেন। ভালোবাসার মাসের সঙ্গে সঙ্গে চলছে ভালোবাসার সপ্তাহও। সঙ্গীরা ভালোবাসার সপ্তাহে (Valentines Weel) ইতিমধ্যেই রোজ ডে, চকোলেট ডে, প্রোপোজ ডে, টেডি ডে কাটিয়ে ফেলেছেন। আজ প্রমিস ডে (Happy Promise Day 2022)। এইদিন প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, সঙ্গীরা একে অপরের কাছে অনেক কিছু বিষয়েই অঙ্গীকারবদ্ধ হন। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একটি সম্পর্ক (Relationship) সঠিকভাবে বজায় রাখতে সব প্রতিজ্ঞা করা উচিত নয়। তাই দেখে নেওয়া যাক, বিশেষজ্ঞদের মতে, সুসম্পর্ক বজায় রাখতে কোনও পাঁচ প্রতিজ্ঞা করা উচিত নয়।
১. আমি তোমাকে কখনও ছেড়ে চলে যাব না- এমন কথা ভালোবাসার মানুষকে তাঁর সঙ্গী সবসময়ই বলে থারেন। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সম্পর্কে কখনও কোনও মিথ্যে প্রতিশ্রতি দেওয়া উচিত নয়। যেকোনও সম্পর্কেই নানারকম ওঠা-পড়া থাকে। তার উপর নির্ভর করে সম্পর্ক বেঁচে থাকে। তাছাড়া, তাঁরা আরও জানাচ্ছেন যে, প্রকৃতির নিয়মে আমাদের একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হয়। তাই এই প্রতিশ্রুতি এক ধরনের মিথ্যে প্রতিশ্রুতি।
আরও পড়ুন - Happy Promise Day 2022: সারাজীবন কী করবেন আর কী করবেন না? 'প্রমিস ডে'-তে সঙ্গীকে এই বার্তাগুলো পাঠান
২. আমি তোমাকে কখনও কষ্ট দেব না- বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রকৃতির নিয়ম আমাদের জীবন সুখ-দুঃখ দুই নিয়ে তৈরি। কখনও সেখানে ভালো সময় আসে, কখনও খারাপ। না চাইতেই আমরা বহু সময় সঙ্গীর মনে কষ্ট দিয়ে ফেলি। এর মানে এই নয় যে, সেই সম্পর্কে আর ভালোবাসা অবশিষ্ট নেই। কিন্তু এমন প্রতিজ্ঞা সঠিক নয় বলে মত তাঁদের।
৩. আমি তোমাকে কখনও মিথ্যে কথা বলব না- সম্পর্কে অনেক সময়ই সঙ্গীর মনে কষ্ট না দেওয়ার জন্য অনেকে মিথ্যে কথা বলতে বাধ্য হন। হয়তো সেখানে ঠকানোর পরিস্থিতি থাকছে না। কিন্তু মৃত্যু বা অন্য কোনও ধরনের আঘাতের হাত থেকে সঙ্গীর মনের কষ্ট দূর করতে মিথ্যের আশ্রয় নেন বহু মানুষ। তাই এমন প্রতিশ্রুতি কখনও দেওয়া উচিত নয়।
৪. কোনও অভ্যাস ত্যাগ করার প্রতিশ্রুতি- সঙ্গীর অপছন্দ হওয়ার কারণে অনেক সময়ই কোনও অভ্যাস ত্যাগ করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন বহু মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, হঠকারিতায় কোনও প্রতিজ্ঞা করা উচিত নয়। সবসময় ভেবে চিন্তে সময় নিয়ে তবেই কোনও প্রতিশ্রুতি দেওয়া উচিত।
৫. কখনও রাগ করব না- একইরকমভাবে সুখ-দুঃখের মতো রাগও আমাদের সহজাত প্রবৃত্তির মধ্যে একটি। যেকোনও পরিস্থিতিতেই তা দেখা দিতে পারে। এর উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। তাই এমন অবাস্তব প্রতিজ্ঞা করা সম্পর্কের ক্ষেত্রে সঠিক নয়।