Covid Health Insurance: করোনার জন্য বিমা করা থাকলে তা কি ওমিক্রনের চিকিৎসার ক্ষেত্রেও পাবেন?
ইতিমধ্যেই করোনার চিকিৎসার জন্য বহু মানুষ বিমা করিয়ে রেখেছেন। যাঁদের করোনার চিকিৎসার জন্য বিমা করানো রয়েছে, ওমিক্রনে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য কি আলাদা বিমা করাতে হবে নাকি ওই বিমার আওতাতেই পড়বে?
![Covid Health Insurance: করোনার জন্য বিমা করা থাকলে তা কি ওমিক্রনের চিকিৎসার ক্ষেত্রেও পাবেন? Covid Health Insurance Policies Will Also Cover Omicron Treatment Costs: IRDAI Covid Health Insurance: করোনার জন্য বিমা করা থাকলে তা কি ওমিক্রনের চিকিৎসার ক্ষেত্রেও পাবেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/04/65a509d5fe7a00acc85b477c4a97ea4a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গত দুটো বছর ধরে চলছে করোনা (Coronavirus) পরিস্থিতি। সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই মারণ ভাইরাসে (Covid19) আক্রান্ত হয়েছেন। করোনার তৃতীয় ঢেউ এসে গিয়েছে বলে জানাচ্ছেন বহু বিশেষজ্ঞ। আবার এরই মধ্যে সংক্রমণ বাড়ছে ওমিক্রনের। এছাড়াও ডেল্টা ভ্যারিয়েন্ট, ফ্লোরিনা ভ্যারিয়েন্টের হানায় সাঁড়াশি চাপের মতো অবস্থা মানুষের। ইতিমধ্যেই করোনার চিকিৎসার জন্য বহু মানুষ বিমা করিয়ে রেখেছেন। এখন প্রশ্ন উঠেছে, যাঁদের করোনার চিকিৎসার জন্য বিমা করানো রয়েছে, ওমিক্রনে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য কি আলাদা বিমা করাতে হবে নাকি ওই বিমার আওতাতেই পড়বে? এই প্রসঙ্গে নয়া ধোষণা করেছে ইন্সিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি অফ ইন্ডিয়া (IRDAI)।
সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করে ইন্সিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি অফ ইন্ডিয়া (IRDAI) জানিয়েছে যে, 'করোনার চিকিৎসার জন্য সমস্ত সাধারণ বিমা এবং স্বাস্থ্য বিমা যা ইতিমধ্যেই করানো হয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের চিকিৎসাও ওই বিমার আওতাতেই পড়বে।'
আরও পড়ুন - Health tips: বাড়ছে ওমিক্রন, এই পদ্ধতিগুলো মেনে চললেই বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা
এরইসঙ্গে আইআরডিএআই (Insurance Regulatory and Development Authority of India) সমস্ত বিমা কোম্পানিকে নির্দেশ জারি করেছে যে, দ্রুত এই নির্দেশ যেন কার্যকরী হয়। এবং যদি কোনও ওমিক্রন আক্রান্ত বিমা গ্রাহকের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়, তাহলে যেন দ্রুত চিকিৎসার জন্য পরিষেবা তিনি পান।
এদিকে, রাজধানীতে ক্রমাগত বেড়ে চলেছে করোনাভাইরাস দাপট। এই আবহে সোমবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন যে গত দু দিনে প্রবলহারে বাড়ছে করোনা। কোভিড আক্রান্তের মধ্যে ৮৪ শতাংশ ক্ষেত্রে ওমিক্রনের উপস্থিতি পাওয়া যাচ্ছে। সোমবারও প্রায় ৪ হাজারের বেশিও করোনা আক্রান্ত হতে পারে দিল্লিতে। পজিটিভিটি রেটও প্রায় ৬.৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আরও পড়ুন - Florana Variant Symptoms: করোনার মধ্যেই চিন্তা বাড়াচ্ছে ফ্লোরোনা, এর লক্ষণগুলি কী কী?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)