ICMR: ভারতের আর করোনার চতুর্থ ঢেউয়ের কোনও ভয় নেই, দাবি আইসিএমআরের
ICMR: বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার, দেশে করোনায় মৃতের সংখ্যা আড়াই গুণ বেড়েছে। তাহলে কি ফের চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস? এনিয়ে যখন আশঙ্কার মেঘ তৈরি হচ্ছে,
ঝিলম করঞ্জাই, কলকাতা: ভারতে এই মুহূর্তে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা নেই। দাবি করলেন ICMR-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সমীরণ পণ্ডা। তিনি আরও জানালেন, দেশে এখনও পর্যন্ত আর কোনও নতুন প্রজাতির হদিশ মেলেনি।
বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার, দেশে করোনায় মৃতের সংখ্যা আড়াই গুণ বেড়েছে। তাহলে কি ফের চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস? এনিয়ে যখন আশঙ্কার মেঘ তৈরি হচ্ছে, তখন অভয়বাণী শোনালেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সমীরণ পণ্ডা। তিনি বলেন, ''এই মুহূর্তে ভারতে নতুন কোনও ওয়েভের আশঙ্কা নেই, অন্যান্য অনেক মডেল চতুর্থ ওয়েভের কথা বললেও, সেগুলো ভুল আশঙ্কা।''
ICMR-এর কর্তা আশ্বস্ত করে জানিয়েছেন যে, নতুন করে দেশে আর কোনও কোভিডের প্রজাতির অস্তিত্ব মেলেনি। আইসিএমআরের অ্যাডিশনার ডিরেক্টর জেনারেল সমীরণ পণ্ডা জানিয়েছেন, ''বিভিন্ন রাজ্যে চিত্র ভিন্ন ভিন্ন হলেও সামগ্রিকভাবে দেশে সংক্রমণ নিম্নমুখী, নতুন প্রজাতির হদিশ মেলেনি।''
ভারতের পরিস্থিতি আপাতত স্বস্তিদায়ক হলেও, রাশিয়াতে এখনও দৈনিক করোনা সংক্রমণ ৫০ হাজারের বেশি। নতুন ভাইরাসের আবির্ভাবে আতঙ্ক ছড়িয়েছে উত্তর-পূর্ব চিনের চাংচুনে।
সংক্রমণ যাতে দেশের অন্যত্র না ছড়ায়, সেজন্য আগেভাগেই ওই শহরের ৯০ লক্ষ মানুষকে ঘরবন্দি করেছে চিন প্রশাসন। এই অবস্থায় বিদেশ থেকে যাঁরা ভারতে আসছেন, তাঁদের মাধ্যমে কি ছড়াতে পারে করোনা? সমীরণ বাবু জানাচ্ছেন যে, বিদেশ থেকে মানুষ এলেও এখন আগের মতো আশঙ্কার কিছু নেই আর।
তবে একইসঙ্গে ICMR কর্তার পরামর্শ, অনেক বায়ুবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে মাস্ক পরাই বাঞ্ছনীয়। সেইসঙ্গে ভ্যাকসিনেশন কর্মসূচি যেমন চলছে, তাও চালিয়ে যাওয়া উচিত।
কোভিড অতিমারীতে মৃত্যুর যে সরকারি খতিয়ান দেওয়া হয়েছে তা রিপোর্ট করা মৃত্যুর চেয়ে তিনগুণ বেশি হতে পারে, ল্যানসেটের একটি প্রতিবেদনে এমনটাই জানান হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ১ জানুয়ারী, ২০২০ থেকে ৩১ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে প্রায় ৬ মিলিয়ন মানুষ সরাসরি কোভিড এর কারণে মারা গেছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )