Omicron Updates : ওমিক্রন আবহে মহারাষ্ট্রে বেপাত্তা বিদেশ থেকে আসা ১০০ র বেশি ব্যক্তি
Maharashtra Omicron Updates : সমস্ত ''ঝুঁকিপূর্ণ'' দেশ থেকে কেডিএমসি (KDMC )-তে ফেরাদের ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। অষ্টম দিনে করতে হবে COVID-19 পরীক্ষা ।

মুম্বই : ওমিক্রন (Omicron ) আতঙ্কের মধ্যে, মহারাষ্ট্রে বেপাত্তা বিদেশ থেকে আসা ১০০ র বেশি ব্যক্তি। কল্যাণ ডোম্বিভালি পৌর কর্পোরেশনের ( Kalyan Dombivali Municipal Corporation ) প্রধান বিজয় সূর্যবংশী (Vijay Suryavanshi ) জানান যে ২৯৫ জন সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন, তার মধ্যে ১০৯ জনের কোনও হদিশ নেই। থানের টাউনশিপ এলাকার এই বাসিন্দারা বিদেশ থেকে ফিরেই 'নিখোঁজ'। তিনি বলেন, এর মধ্যে কয়েকজনের মোবাইল ফোনও বন্ধ রয়েছে এবং সর্বশেষ দেওয়া অনেক ঠিকানায় গিয়ে বাড়ি বন্ধ অবস্থায় পাওয়া গিয়েছে।
সূর্যবংশী আরও জানান, সমস্ত ''ঝুঁকিপূর্ণ'' দেশ থেকে কেডিএমসি (KDMC )-তে ফেরাদের ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। অষ্টম দিনে করতে হবে COVID-19 পরীক্ষা । "কোভিড পরীক্ষার ফল নেগেটিভ হলেও, তাদের আরও ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং নিয়ম লঙ্ঘন যাতে না হয়, তা নিশ্চিত করতে হাউজিং সোসাইটির সদস্যদের অনুরোধ করা হয়েছে। নিয়ম লঙ্ঘন যাতে না হয়, তার জন্য় বিয়ে ও অন্যান্য কারণে জমায়েতের উপর নজর রাখা হয়েছে," ।
আরও পড়ুন :
কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ কী সিদ্ধান্ত নিল কেন্দ্র ?
বিশ্বজুড়ে ওমিক্রন-আতঙ্ক। ব্রিটেনে আরও ৮৬ জনের শরীরে মিলল করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট। এই নিয়ে ওই দেশে ওমিক্রন-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৬।
আরও বাড়ল দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তর সংখ্যা। ফের মুম্বইয়ে আরও ২ ওমিক্রন আক্রান্তর হদিশ। জোহানেসবার্গ ফেরত মহিলার শরীরে করোনার (Corona) নতুন ভ্যারিয়েন্ট। আমেরিকা ফেরত এক ব্যক্তির দেহেও ওমিক্রনের খোঁজ। উপসর্গহীন আক্রান্ত, নিয়েছিলেন ফাইজারের টিকা, সূত্রের খবর। শুধু মহারাষ্ট্রেই ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে ১০। দেশে ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে ২৩।
সোমবার নেপাল (Nepal) সরকারের তরফে জানিয়ে দেওয়া হল সেখানে দুই ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, নেপাল করোনাভাইরাসের (Coronavirus) ওমিক্রন রূপের দুটি কেস চিহ্নিত করেছে। এঁদের মধ্যে এক ৬৬ বছর বয়সি এক বিদেশি। যিনি ১৯ নভেম্বর নেপালে প্রবেশ করেছিলেন। মনে করা হচ্ছে তিনি করোনার এই নয়া রূপের বাহক ছিলেন এবং ওই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রয়েছে এমন এক ৭১ বছর ব্যক্তির দেহেও ওমিক্রন পাওয়া গিয়েছে। যদিও নেপাল সরকারের তরফে ওই দুই ব্যক্তি কোন দেশের নাগরিক তা জানান হয়নি।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
