এক্সপ্লোর
Advertisement
Hiccups: বারবার হেঁচকি? শুধু কষ্টের নয়, ভয়েরও, হতে পারে এইসব বড় রোগের ইঙ্গিত
চিকিৎসক জানালেন, হেঁচকি হল একটি প্রতিবর্ত ক্রিয়া । শরীরের অনেক রোগের সঙ্কেত দেয় হেঁচকি।
Why You Get Hiccups : হেঁচকি। কী অস্বস্তিকর। টানা বেশ কিছুক্ষণ হেঁচকি ওঠা বেশ যন্ত্রণাদায়কওবটে। আবার কেউ কেউ জন্মগতভাবে কোনও কারণে হেঁচকি ওঠার সমস্যায় ভোগেন । যিনি ভোগ করেন তিনিই জানেন বিষয়টি কতটা কষ্টের। কেন ওঠে লাগাতার হেঁচকি ? এটি কি কোনও গভীর অসুখের সিগন্যাল মাত্র? এর পিছনে ডাক্তারি কারণটি কি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়।
চিকিৎসক জানালেন, হেঁচকি হল একটি প্রতিবর্ত ক্রিয়া । শরীরের অনেক রোগের সঙ্কেত দেয় হেঁচকি। এর পিছনে নানা রকম কারণ ( What Causes Hiccups ) আছে কিছু কিছু কারণ স্থানীয় , কিছু কিছু কারণ কেন্দ্রীয় কারণ।
- আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো মধ্যচ্ছদা পেশী। মধ্যচ্ছদা দেহের ভেতরের একটি পর্দা বিশেষ যা বক্ষ গহ্বর (Thoracic Cavity) থেকে উদর গহ্বর(Abdominal Cavity) কে পৃথক করে রেখেছে। এই পর্দা ঐচ্ছিক ও অনৈচ্ছিক মাংসপেশী দিয়ে তৈরি। এর উপরের দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদপিণ্ড ও ফুসফুস, নিচের দিকে থাকা গুরুত্বপূর্ণ অঙ্গ হল লিভার ও পাকস্থলী ও প্লীহা। এই অঙ্গগুলির মধ্যে কোনওটিতে যদি কোন সমস্যা দেখা যায় তাহলে তা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা পেশীকে বিরক্ত করে। এর ফলে হেঁচকি ওঠে।
- পাকস্থলীতে হাওয়ার পরিমাণ বেশি হয়ে গেলে : অনেক সময় অনেকক্ষণ না খাওয়ার জন্য পাকস্থলীতে হাওয়ার পরিমাণ বেশি হয়ে যায় । পাকস্থলী যদি হাওয়ায় বেশি ফুলে যায় , তাহলে পাকস্থলীর উপর অংশ ডায়াফ্রামকে বিরক্ত করে।
- বেশি মশলাদার, ঝাল খেলেও সমস্যা : আবার এমন কিছু খাবার যদি কেউ খেয়ে ফেলেন যা পাকস্থলীকে ইরিটেট করছে, তাহলে তাও ডায়াফ্রাম কে একইভাবে বিরক্ত করতে পারে । তার ফলে হেঁচকি ওঠে । ধরুন কেউ হঠাৎ করে যদি অনেকগুলি কাঁচা লঙ্কা খেয়ে ফেলেন তাহলেও হেঁচকি উঠতে পারে। অতিরিক্ত মশলাদার খাবারেও একই সমস্যা হতে পারে ।
- কারো পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার অসুখ থাকলেও হেঁচকি উঠতে পারে । আবার কারো ক্ষেত্রে লিভার বড় হলে জন্ডিস বা হেপাটাইটিসের মত সমস্যা হলে হেঁচকি উঠতে পারে। কারো যদি প্লীহা বড় হয়ে যায় তাহলেও হেঁচকির উদ্রেক হয়। প্লীহা বড় হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো ম্যালেরিয়া, টাইফয়েড সহ বেশ কিছু অসুখ। অনেক হেমাটোলজিক্যাল অসুখেও প্লীহা বড় হতে পারে । হঠাৎ প্লীহা বড় হয়ে গেলে তা ডায়াফ্রাম কে বিরক্ত করে। ফলে হেঁচকি উঠতে পারে। ম্যালেরিয়া, ডেঙ্গি হলেও হঠাৎ করে প্লীহা বড় হয় । তার ফলে হেঁচকি উঠতে পারে ।
- কোন কারণে ফুসফুসে জল জমলে তা ডায়াফ্রাম কে বিরক্ত করে । ফলে হেঁচকি উঠতে পারে লাগাতার।
- কারো যদি পেরিকার্ডিয়ামে জল জমে বা পেরি কার্ডাইটিস (Pericarditis ) হয় তাহলে তা হেঁচকির কারণ হতে পারে ।
ডেঙ্গির মতো অসুখে পেরি কার্ডাইটিস হয়ে থাকে। অনেক ভাইরাল ইনফেকশন থেকে পেরি কার্ডাইটিস হতে পারে। - অনেক সময় হার্টের বিভিন্ন সমস্যাতেও হেঁচকি উঠতে দেখা যায় । যেমন কোন সময় হার্ট রেট বেড়ে গেলে , হেঁচকি ওঠে।
- জানলে অবাক হবেন কোন কোন ক্ষেত্রে হার্ট অ্যাটাকের একমাত্র লক্ষণ হিসেবে দেখা যায় হেঁচকি। বিশেষত হার্টের নিচের দিকে দেওয়াল যা সরাসরি ডায়াফ্রাম এর সংস্পর্শে আসে সেখানে যদি কোনও অ্যাটাক হয় তাহলে তার লক্ষণ হিসেবে দেখা দিতে পারে হেঁচকি। অনেক সময় দেখা যায় হার্ট অ্যাটাকের লক্ষণ হিসেবে বুকে ব্যথা হল না কিন্তু হেঁচকি উঠল। সাবধান থাকতে হবে।
এগুলো মূলত স্থানীয় কারণ । - এছাড়া কোনো কারণে যদি ভেগাস নার্ভ ( Vagus Nerve ) স্টিম্যুলেটেড হয়ে যায় তাহলেও এই সমস্যা হতে পারে।
- গলায় কোন ইরিটেশন হলে অনেক সময় হেঁচকি উঠতে পারে এছাড়াও। এই নার্ভ তৈরি হয় মস্তিষ্কে যে অংশ থেকে (মেডালা) সেখানে কোনওরকম স্ট্রোক , হ্যামারেজ বা চোট হলে হেঁচকি উঠতে পারে। সেই হেঁচকি ভয়াবহ হতে পারে। মেডালায় কোনও সমস্যা থেকে মৃত্যুও হতে পারে । কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে।
- অনেক সময় জন্মগত কারণেও কারো বারবার হেঁচকি উঠতে পারে।
- অনেক সময় কিডনির অসুখেও, বিশেষত ক্রিয়েটিনিন বেড়ে গেলে হেঁচকি উঠতে পারে।
- এছাড়া কারো কারো ক্ষেত্রে বিশেষভাবে আবেগতাড়িত হয়ে পড়লে হেঁচকি উঠতে পারে।
মনে রাখতে হবে, আপাতদৃষ্টিতে হেঁচকির সমস্যাটিকে খুব সাধারণ মনে হলেও এর পিছনে লুকিয়ে নানা শারীরবৃত্তীয় কারণ। অনেক বড় রোগের সিগন্যাল আসে হেঁচকি মারফত। তাই, বারবার হেঁচকিতে বিপর্যস্ত হলে সতর্ক থাকুন। সময় নষ্ট না করে ডাক্তারকে দেখান। সুস্থ থাকুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement