Bangladesh Chaos: সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের উস্কানির পাশাপাশি ফের মন্দিরে চুরি।
ABP Ananda Live: সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের উস্কানির পাশাপাশি ফের মন্দিরে চুরি। বাংলাদেশের লালমণিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ভবতারিণী কালী মন্দিরে চুরি। সোনা-রুপোর গয়না, পিতলের কালী ও শিবের মূর্তি সমেত ৪ লক্ষেরও বেশি টাকার সামগ্রী লুঠ গভীর রাতে মন্দিরের দুটি গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। দেড়শ বছরের প্রাচীন মন্দিরে এ ধরনের ঘটনা এই প্রথম বলে জানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণচন্দ্র দাস। খবর বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
স্যালাইন কাণ্ডে অবস্থার অবনতি তিন প্রসূতির, গ্রিন করিডর করে আনা হচ্ছে কলকাতায়
মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে গুরুতর অসুস্থ তিন প্রসূতি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিন প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। গ্রিন করিডর করে, লাইফ সাপোর্ট দিয়ে কলকাতার SSKM হাসপাতালে আনা হচ্ছে তাঁদের। মেদিনীপুর মেডিক্যাল কলেজেের ভেন্টিলেশনে ছিলেন দুই প্রসূতি। এক প্রসূতি ছিলেন ICU-তে। (Medinipur Saline Death)
পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গী জানিয়েছেন, প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়ে গিয়েছে। কাল সন্ধের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়বে। যে তিন প্রসূতির অবস্থা আশঙ্কাজনক, গ্রিন করিডর করে কলকাতার SSKM-এ আনা হচ্ছে। বিশেষ অ্যাম্বুল্যান্সে, ক্রিটিকাল কেয়ার এবং ভেন্টিলেশন সাপোর্টে কলকাতা আনা হচ্ছে তাঁদের। SSKM-এ শয্যার বন্দোবস্ত করা হচ্ছে। ১৩ সদস্যের বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে। মোট চার প্রসূতি অসুস্থ। তবে একজনের অবস্থা তুলনামূলক ভাল। যাঁদের অবস্থা সঙ্কটজনক, তাঁদের কলকাতা আনা হচ্ছে।


















