(Source: ECI/ABP News/ABP Majha)
Holi 2022: রং খেলার সময় সাধের স্মার্টফোনটিকে কীভাবে সুরক্ষিত রাখবেন?
মনে রাখা দরকার, রং এবং জল দুটোই স্মার্টফোনের সবথেকে বড় শত্রু। ইলেকট্রনিক্স এই সমস্ত গ্যাজেট মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে যদি না রং খেলার সময় বিশেষ পদ্ধতি মেনে চলা হয়। মেনে চলুন এই পদ্ধতিগুলি-
কলকাতা: দোরগোড়ায় রঙের উৎসব (Holi 2022)। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রং খেলা শুরু হয়ে গিয়েছে। পড়ুয়া থেকে অফিসকর্মীরা অনেকেই নিজেদের মতো করে রং খেলা শুরু করে দিয়েছেন। কিন্তু আসল রঙের উৎসব আসতে মাত্র কিছু ঘণ্টারই আর বাকি। তারপরই রঙের বালতি, পিচকারি, আবির, রং জল ভরা বেলুন হাতে ছোট থেকে বড় দেখা যাবে সকলকে। হোলিতে বহু জায়গায় বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বহু মানুষ একত্রিত হয়ে সেখানে হোলি খেলেন। কিন্তু হোলি খেলা মানেই তো সেখানে জলের ব্যবহার হবেই। আর প্রত্যেকের কাছে থাকা স্মার্টফোনের বড় শত্রু জল। সেক্ষেত্রে জলের হাত থেকে কীভাবে বাঁচাবেন আপনার সাধের স্মার্টফোনটিকে (Smartphone)? জেনে নিন এখনই।
মনে রাখা দরকার, রং এবং জল দুটোই স্মার্টফোনের সবথেকে বড় শত্রু। ইলেকট্রনিক্স এই সমস্ত গ্যাজেট মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে যদি না রং খেলার সময় বিশেষ পদ্ধতি মেনে চলা হয়। হয় আপনি স্মার্টফোনটিকে বাড়িতে সুরক্ষিত জায়গায় রেখে এসে হোলি খেলুন। আর নাহলে মেনে চলুন এই পদ্ধতিগুলি-
১. হোলির সময় দোকানে বাজারে মোবাইল রাখার বহু ওয়াটারপ্রুফ পাউচ কিনতে পাওয়া যায়। যার মধ্যে সুরক্ষিত থাকবে আপনার সাধের স্মার্টফোন। হোলি খেলার আগে সেই ওয়াটারপ্রুফ পাউচে রেখে দিন ফোনটিকে।
আরও পড়ুন - Holi 2022: হোলিতে সাদা পোশাক কেন পরা হয়? কী এর আসল কারণ?
২. হোলিও খেলবেন, ফোনও সুরক্ষিত রাখবেন আবার সেলফি কিবা গ্রুপ ছবিও তুলবেন। এমন যদি ইচ্ছা থাকে, তাহলে বাজারে খোঁজ করুন এমন ওয়াটারপ্রুফ কেস, যার মধ্যে স্মার্টফোনটি সুরক্ষিতও থাকবে। আবার বাইরে থেকে সেটিকে আপনি ব্যবহারও করতে পারবেন। প্রয়োজনীয় ফোনও ধরতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন।
৩. অনেক সময়ই স্মার্টফোনটিকে সুরক্ষিত রাখার সঠিক কেস কিনলেও তাতে দেখা যায়, ছবি তোলার জন্য ক্যামেরার লেন্সটিকে খোলা রাখা হয়েছে। রং লাগার কারণে নষ্ট হয়ে যেতে পারে মোবাইলের ক্যামেরা। এর জন্য দোকানে এখন খুব সহজেই লেন্স প্রোটেকটর পাওয়া যায়। যা সহজেই আপনার ক্যামেরাটিকে সুরক্ষিত রাখবে।