(Source: ECI/ABP News/ABP Majha)
Perfume Usage: রকমারি সম্ভারে সুগন্ধি খুঁজতে চিনতে হবে 'নোট'
Perfume Tips: প্রসাধনীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সুগন্ধী। প্রাচীন কাল থেকে আধুনিক কাল, সময়ের প্রভাবে নানাভাবে বদল এসেছে সুগন্ধীতে। কীভাবে বাছবেন নিজের পছন্দের সুগন্ধী?
কলকাতা: নিজেকে সুন্দর দেখানো হোক বা শুধুমাত্র আত্মবিশ্বাসের জন্য অথবা কোনও কারণ ছাড়াই নিজেকে সাজিয়ে-গুছিয়ে রাখতে পছন্দ করে অধিকাংশ ব্যক্তি। শুধু আধুনিক সময়েই নয়, প্রাচীন নানা সভ্যতায় নানা ধরনের প্রসাধনীর ব্য়বহারের প্রমাণ পাওয়া গিয়েছে। সেই প্রসাধনীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সুগন্ধী। প্রাচীন কাল থেকে আধুনিক কাল, সময়ের প্রভাবে নানাভাবে বদল এসেছে সুগন্ধীতে। গন্ধ, বর্ণ, বিভাগ সবেতেই এসেছে বদল। আলাদা আলাদা ব্যক্তির আলাদা আলাদা গন্ধ পছন্দ। কীভাবে বাছবেন নিজের পছন্দের সুগন্ধী?
নোটে (notes) নজর
প্রতিটি সুগন্ধীর (perfume) আলাদা আলাদা নোট রয়েছে। যার উপর ভিত্তি করেই ওই সুগন্ধীর গন্ধ স্থির হয়। এই নোটের আবার তিন ধরনের স্তর রয়েছে। বেস, টপ এবং মিডল--- এই সবকটি একসঙ্গে মিলে কোনও একটি সুগন্ধীর গন্ধ স্থির করে। কখনও ফুলের গন্ধের উপর ভিত্তি করে সুগন্ধী তৈরি হয়, কখনও আবার কোনও ফলের উপর ভিত্তি করে তৈরি হয়। অনেকসময় বহুমূল্য সুগন্ধীর ক্ষেত্রে দামি কোনও মশলার উপর নির্ভর করেও তৈরি হয় সুগন্ধীর নোট (notes)। ফলে সুগন্ধী কেনার আগে নোট-এর বিষয়ে একটু দেখে নিন। তারপরেই বেছে ফেলুন পছন্দের সুগন্ধী
হরেকরকম সম্ভার
সাধারণত চলতি কথায় সবকটিকেই পারফিউম বলা হয় অনেকসময়। কিন্তু সুগন্ধী (perfume) বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সবকটিই সুগন্ধী হলেও সবগুলি পারফিউম নয়।
কীসের ভিত্তিতে বিভাগ: সুগন্ধী বিশেষজ্ঞরা জানাচ্ছেন এর পিছনে রয়েছে কনসেনট্রেশন (concentration) বা মূল সুগন্ধীর ঘনত্ব। যত ঘনত্ব বেশি তত বেশিক্ষণ থাকবে গন্ধ, পাল্লা দিয়ে তার দামও ততই চড়বে।
কতরকম ভাগ: মূলত চারটি ভাগে ভাগ করা যায়। ঘনত্ব সবচেয়ে বেশি হলে তাকে পারফুম (perfum te perfume) বলা হয়ে থাকে। ২৪ ঘণ্টা থাকতে পারে এর গন্ধ। এর চেয়ে কম ঘনত্ব হলে তাকে eau de parfum বলে, ৬ থেকে ৮ঘণ্টা থাকবে এর গন্ধ। তৃতীয় বিভাগটি হল eau de toilette, চার নম্বর ভাগটি হল eau de cologne--এটির গন্ধ থাকে ঘণ্টাদুয়েক।
মূলত অ্যালকোহল বেসড (alcohol based) বা ওয়াটারবেসড (water based) হয়ে থাকে এগুলি। এছাড়াও, আরেক ধরনের অয়েল বেসড (oil based) সুগন্ধী হয়। তাকে বলা হয় পারফিউম অয়েল (perfume oil), এগুলিরও দীর্ঘক্ষণ গন্ধ থাকে এবং অত্যন্ত দামি হয়।
এছাড়াও আবহাওয়া, জলবায়ুর উপর সুগন্ধীর কার্যক্ষমতা নির্ভর করে। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি ব্যক্তির ত্বকের আলাদা আলাদা প্রকৃতির জন্য একই সুগন্ধী ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ব্যবহার করতে পারে। এছাড়াও নজরে রাখতে হবে অ্যালার্জি প্রবণতাও। কোনও সুগন্ধী ব্যবহারের আগে গন্ধ এবং ত্বকের উপর পরীক্ষা করে দেখা আবশ্যক।
আরও পড়ুন: Oppo K10, Enco Air 2 এল ভারতে, জেনে নিন ডিভাইসের স্পেকস ও দাম
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )