Kali Puja Date: কালীপুজোয় কতক্ষণ স্থায়ী হবে অমাবস্যা, দেখে নিন শ্যামা পুজোর নির্ঘণ্ট
Kali Puja Timing: কালী রূপের পাশাপাশি এই বিশেষ দিনে দেবী লক্ষ্মী-গণেশের পুজো রূপেও পুজিত হন দেবী।
![Kali Puja Date: কালীপুজোয় কতক্ষণ স্থায়ী হবে অমাবস্যা, দেখে নিন শ্যামা পুজোর নির্ঘণ্ট kali Puja 2022 When is kali puja this year know tithi, date, time and other details Kali Puja Date: কালীপুজোয় কতক্ষণ স্থায়ী হবে অমাবস্যা, দেখে নিন শ্যামা পুজোর নির্ঘণ্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/17/3bee0479bbbf7d3b2d1463570c2d49381666014839558223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: হিন্দুশাস্ত্রমতে অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো (Kali Puja) বা শক্তির আরাধনা। কালী রূপের পাশাপাশি এই বিশেষ দিনে দেবী লক্ষ্মী (Lakshmi Puja)-গণেশের পুজো (Ganesh Puja) রূপেও পুজিত হন দেবী। এই কালীপুজোকে দ্বীপান্বিতা কালীপুজোও বলা হয়।
চলতি বছর ২৪ অক্টোবর কালীপুজো। সোমবার হবে কালীপুজো। অমাবস্যা তিথি- ২৪ অক্টোহর সোমবার সন্ধ্যে ৪টে ৫৭ মিনিট ৬ সেকেন্ডে অমাবস্যা লাগবে। পরের দিন ২৫ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টে ২৬ মিনিট ২৬ সেকেন্ডে ছাড়বে অমাবস্যা। অমৃত যোগ- অমৃত যোগ থাকবে সকালে ৭টা ২০-রাত্রি ৩টে ১৬ মিনিট পর্যন্ত।
চলতি বছর ধনতেরস পড়েছে ২৩ অক্টোবর ৷ তবে সোনা, রুপো, বাসন, কাপড় ও অন্যান্য জিনিস কেনার শুভ মুহূর্ত ২২ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ৷ কেনার জন্য শুভ মুহূর্ত হচ্ছে ২২ অক্টোবর শনিবার সকাল ৫:০২ মিনিট থেকে ৬:২৭ মিনিট, বিকেল ৬:০২ মিনিট থেকে ৭:২০ মিনিট, এবং রাত ৮:৫৫ মিনিট থেকে রাত ১:৫৬ মিনিট ৷ সোনা , রূপা ও বাসন কেনার শুভ মুহূর্ত ২২ অক্টোবর শনিবার বিকেল ৫টা ০২ মিনিট থেকে শুরু হচ্ছে। এটি স্থায়ী হবে পরের দিন রাত ১টা ৫৫ মিনিট পর্যন্ত। আর ২৩ অক্টোবর ধনতেরাসের দিন যদি কেনাকাটা করতে পারবেন সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত।
আরও পড়ুন, 'রুদ্রমূর্তি থেকে সংহাররূপী', কালীর নামেই লুকিয়ে আছে পুরাণের ভয়ঙ্কর সব কাহিনি
ধনতেরাসে বেশ কয়েকটি রাশির জীবনে সম্পদ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। এই দিন বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ পরিবর্তনও হতে পারে। এইদিন সর্বার্থ সিদ্ধির যোগ ও অমৃত সিদ্ধির যোগ রয়েছে, যা শুভ বলে মনে করা হয়।
কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী পালিত হয়। ওই দিন চোদ্দ শাক খেয়ে বাংলার ঘরে ঘরে অন্ধকার দূর করে ১৪ টি প্রদীপ জ্বেলে 'শুভ সময়' ঘরে আমন্ত্রণ জানানো হয়। এই ভূত চতুর্দশীর দিনে ১৪ প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। ভূত চতুর্দশীকে নরক চতুর্দশীও বলা হয়। পুরাণ অনুযায়ী মনে করা হয়, এই দিন স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য উন্মোচিত হয়। একই সঙ্গে বিদেহী আত্মা এবং স্বর্গত ব্যক্তিরা নেমে আসেন পৃথিবীতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)