Lakshadweep tour plan: লাক্ষাদ্বীপ বেড়াতে যাবেন ? কীভাবে ঘুরবেন, কোথায় থাকবেন
Lakshadweep tour plan: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফর নজর কেড়েছে দেশবাসীর। আপনিও ঘুরে আসতে পারে সেখান থেকে। জেনে নিন গোটা ট্যুর প্ল্যান।
Lakshadweep travel guide: লাক্ষাদ্বীপ (Lakshadweep) সফরে গিয়ে সম্প্রতি এক হাজার ১৫০ কোটির টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে শুধু প্রকল্প উদ্বোধন নয়। সেখানে সমুদ্র সৈকতে ভ্রমণ করেছেন, আরামকেদারায় বসে ছবিও তুলেছেন। এই দিন প্রধানমন্ত্রী তাঁর ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, লাক্ষাদ্বীপ ভ্রমণ করে ‘পরম সুখ’ পেয়েছেন তিনি। আসলে মরিশাস বা মলদ্বীপকেও টেক্কা দিতে পারে লাক্ষাদ্বীপের সৌন্দর্য। ঘুরতে ভালোবাসেন যাঁরা, তাঁরা একবার লাক্ষাদ্বীপ ঘুরতে যেতেই পারেন। ভ্রমণপিপাসুদের জন্য এবার তাই লাক্ষাদ্বীপের খুঁটিনাটি খোঁজ থাকল।
কেন যাবেন লাক্ষাদ্বীপ?
সমুদ্রের মাঝে স্বর্গ রাজ্য বলতে যা বোঝায়, লাক্ষাদ্বীপ অনেকটা তাই। মুম্বই থেকে প্রায় ২০০০ কিমি দূরে আরব সাগরে ৩৬টি দ্বীপের সমাহার। ৩৬টি দ্বীপ নিয়ে তৈরি লাক্ষাদ্বীপ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। কাপল ফ্রেন্ডলি হলেও ফ্যামিলি ট্রিপের জন্য এই টুরিস্ট স্পট নিশ্চিন্তে বেছে নিতে পারেন।
কীসের হাতছানি লাক্ষাদ্বীপে?
স্নরকেলিং, বোটিং, ডাইভিং, ওয়ার্ল্ড ক্লাস ফিশিংসহ নানা শিহরণ জাগানো রাইড রয়েছে লাক্ষাদ্বীপে। এছাড়াও চোখ ধাঁধাবে প্রকৃতির অপার সৌন্দর্য। লাক্ষাদ্বীপের বেশ কয়েকটি জনপ্রিয় টুরিস্ট স্পট রীতিমতো বুঁদ করে দেবে আপনাকে। তবে ৩৬ টি দ্বীপের মধ্যে মাত্র দশটিতে মানুষের বসতি রয়েছে। তার মধ্যে ছয়টি দ্বীপে পর্যটকরা ঘুরতে যেতে পারেন।
কীভাবে লাক্ষাদ্বীপ যাবেন?
লাক্ষাদ্বীপ গেলে অন্তত তিন থেকে পাঁচ দিনের জন্য ট্যুর প্ল্যান করুন। এর কমে ঠিকমতো ঘোরা যাবে না। জাহাজ ও বিমানে দুইয়েই যাওয়া যায়। বিমানে যেতে হলে কোচি থেকে ফ্লাইট ধরতে হবে। লাক্ষাদ্বীপের আগাত্তি আইল্যান্ডে ফ্লাইট আপনাকে নামিয়ে দেবে। পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে টিকিটের দাম। যা সময় অনুযায়ী বাড়ে কমে। অন্যদিকে মুম্বই, গোয়া, কোচি থেকে জাহাজে লাক্ষাদ্বীপ যেতে পারেন। কোচি থেকে সবচেয়ে কম দূরত্ব, মাত্র একরাতের পথ। জাহাজের একেক শ্রেণিতে একেকরকম ভাড়া। বিমানের থেকে খরচ কম হলেও ভাড়া সময় অনুযায়ী পাল্টায়।
লাক্ষাদ্বীপে সরকারি প্যাকেজ (Lakshadweep tour package)
লাক্ষাদ্বীপে ঘুরতে গেলে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্যাকেজগুলির সুবিধা নিতে পারেন। মূলত তাতেই বেশিরভাগ পর্যটকরা ঘুরতে যান। লাক্ষাদ্বীপের টুরিস্ট প্যাকেজের অধীনে বেশ কয়েকটি প্যাকেজ রয়েছে। যেমন লাক্ষাদ্বীপ সমুদ্রম, সেয়িং পাম প্যাকেজ, মেরিন ওয়েলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তারাতাসি প্যাকেজ, টেন্টস ইন থিন্নাকাড়া, কটেজেস ইন বাঙ্গারাম, স্কুবা ডাইভ প্যাকেজ। প্রতিটি প্যাকেজেরই কিছু কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সরকারের স্পোর্টস (সোসাইটি ফর প্রোমোশনস অব নেচার টুরিজম অ্যান্ড স্পোর্টস) ওয়েবসাইটে গিয়ে ট্যুর বুকিং করার অপশন রয়েছে।
একাও যেতে পারেন
সরকারের প্যাকেজ না নিয়ে লাক্ষাদ্বীপ একাও যেতে পারেন। তার জন্য সেখানে থাকে এমন কারও আমন্ত্রণপত্র দরকার। তার ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশন হবে। এর পর লাক্ষাদ্বীপের স্বরাষ্ট্র দফতরের কাছে আপনার তথ্য পাঠানো হবে। সেখান থেকে সম্মতি দিলে আপনি যেতে পারবেন।
সমুদ্রম ও অন্যান্য প্যাকেজের চমক (Lakshadweep tour samudram package)
মূলত তিনটি প্যাকেজের একটি সমুদ্রম-এ ঘুরতে হলে কোচি থেকে জাহাজে লাক্ষাদ্বীপ যেতে হবে। রাতে জাহাজে থাকা ও দিনে সাইড সিন করানো হবে। এই প্যাকেজে গেলে দেখতে পাবেন লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাত্তি, মিনিকয়, কালপেনি।
কটেজেস ইন বাঙ্গারাম আদতে ফ্লাইট প্যাকেজ। এতে যেতে চাইলে ফ্লাইটে করে প্রথমে আগাত্তি পৌঁছাবেন। সেখান থেকে বোটে করে বাঙ্গারামে গিয়ে থাকতে হবে। এই প্যাকেজে আগাত্তি, বাঙ্গারাম আর থিন্নাকাড়া যেতে ঘুরে দেখতে পারবেন।
যাতায়াতে কেমন খরচ? (Lakshadweep travel cost)
একেকরকম প্যাকেজে একেকরকম খরচ। আবার অন্যদিকে জাহাজ বা বিমানে যাতায়াত করলে খরচের হেরফের রয়েছে। কমবেশি যাওয়া আসা মিলিয়ে এই খরচ মাথাপিছু অন্তত দশ থেকে ২০ হাজার টাকা।
লাক্ষাদ্বীপে থাকা-খাওয়ার খরচ
এসি কটেজ বা রিসর্ট হলে স্থানবিশেষে ভাড়া প্রতি রাতে দশ হাজারের কাছাকাছি। নন এসি হলে দুই-তিন হাজার টাকা কম। প্যাকেজে গেলে এই সব খরচই একসঙ্গে ধরা থাকবে। তবে দু-একটি প্যাকেজে লাক্ষাদ্বীপে ঘোরার খরচ আপনাকেই আলাদা বহন করতে হবে।
সমুদ্রম প্যাকেজে চার রাত পাঁচদিনের ট্যুরে কমবেশি ৩০ হাজার টাকা মতো খরচ। ডায়মন্ড ক্লাস বুক খরচ আরও বাড়বে। পাশাপাশি মরসুমের সময় এই খরচ ৫০ হাজারের কোঠা ছুঁতে পারে। ফ্লাইট প্যাকেজে স্বাভাবিকভাবে এর থেকে বেশি খরচ। এ তো গেল শুধু লাক্ষাদ্বীপের খরচ। এবার পশ্চিমবঙ্গ বা দেশের অন্য প্রান্ত থেকে কোচি, মুম্বই বা গোয়া পৌঁছাতে গড়ে ১০ হাজার টাকা খরচ আছে মাথাপিছু। ফলে সব মিলিয়ে মাথা পিছু এই ৫০ থেকে ৬০ হাজার টাকার বাজেট ধরে রাখতে পারেন। তবে তুলনায় সস্তার প্যাকেজ হবে প্রথমে ট্রেন, তার পর জাহাজ ও নন-এসি রুম।
লাক্ষাদ্বীপ শুধু ভারত নয়, সারা বিশ্বের একটি অন্যতম বিখ্যাত টুরিস্ট স্পট। নজরকাড়া বিচ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রতি বছরই বিদেশিদের ভিড় হয় এই দ্বীপগুলিতে। তবে তাঁরা শুধু আগাত্তি, বাঙ্গারাম ও কদমত দ্বীপেই যাওয়ার অনুমতি পান। তাই ছয়টি দ্বীপে ঘোরার এই সুযোগ হাতছাড়া না করাই ভালো।
তথ্যসূত্র: ইউ.টি. অ্যাডমিনিস্ট্রেশন অব লাক্ষাদ্বীপ
আরও পড়ুন: Bakkhali tour guide: টুক করে ঘুরে আসতে পারেন এই সমুদ্রসৈকত ! রইল থাকা-খাওয়া-যাওয়ার সম্পূর্ণ গাইড