Makeup Hacks: কীভাবে মেকআপ করলে চোখ বড় দেখাবে?
অনেকেরই চোখ ছোট ছোট হয়, তার জন্য মেকআপও (Eye Makeup) তেমন হওয়া প্রয়োজন। ছোট চোখও দেখাবে তুলনায় বড়। কীভাবে মেকআপ করলে এমন মেকআপ পেতে পারেন, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
কলকাতা: মুখের সবথেকে আকর্ষণীয় অঙ্গ অবশ্যই চোখ (Eye)। নিজেকে সাজানোর (Makeup) সময় যদি চোখের মেকআপ (Eye Makeup) সুন্দর থাকে, তাহলে অনেক বেশি আকর্ষণীয় দেখায়। এমনটাই মত বিশেষজ্ঞদের। চোখের আকার কেমন, তা গৌণ হয়ে যায় মেকআপের কাছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যেকোনও অনুষ্ঠানে অন্যদের নজর কাড়ার জন্য চোখের মেকআপে গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনেকেরই চোখ ছোট ছোট হয়, তার জন্য মেকআপও তেমন হওয়া প্রয়োজন। ছোট চোখও দেখাবে তুলনায় বড়। কীভাবে মেকআপ করলে এমন মেকআপ পেতে পারেন, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
চোখ বড় দেখানোর মেকআপ-
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চোখের মেকআপের সময় চোখের পাতা এবং মাসকারায় নজর দিতে হবে। প্রয়োজনে নকল চোখের পাতা ব্যবহার করুন। এবং তাতে সঠিকভাবে মাসকারা ব্যবহার করুন। এবার আয়নার দিকে তাকিয়ে দেখুন আপনার চোখ তুলনায় বেশ কিছুটা বড় দেখাচ্ছে।
২. চোখের মেকআপ করার সময় ভ্রু-র মেকআপ করাও জরুরি। সঠিক আকারে ভ্রু-প্লাক করুন। পার্লারে যখন যাচ্ছেন, তখন সেখানকার কর্মীদের বুঝিয়ে দিন আপনি কেমন রাখতে চাইছেন ভ্রু। এরপর ভ্রু-র মেকআপ করুন।
আরও পড়ুন - Mothers Day Cards 2022: খুব সহজেই নিজে হাতে বানিয়ে ফেলুন মাদার্স ডে গ্রিটিংস কার্ড
৩. শুধু চোখের পাতা এবং মাসকারা ব্যবহারেই শেষ হয়ে যায় না চোখের মেকআপ। চোখকে আকর্ষণীয় এবং বড় দেখাতে তা হাইলাইট করা প্রয়োজন।
৪. চোখের তলায় যদি কালি পড়ে থাকে, তাহলে প্রস্তুতি নিন বেশ কিছুদিন আগে থেকে। চোখের তলার কালি সমস্ত মেকআপ নষ্ট করে দিতে পারে। তাই তা দূর করার প্রস্তুতি নিন আগে থেকে। অথবা মেকআপের মাধ্যমেই লুকিয়ে ফেলুন চোখের নিচের কালো দাগ।
৫. চোখ বড় দেখাতে আই লাইনার কিংবা লোয়ার ল্যাশ ব্যবহার করবেন না। এতে চোখ ছোট দেখাতে পারে। হাইলাইট করতে চোখের কোনায় গ্লিটার ব্যবহার করতে পারেন। আকর্ষণীয় দেখাবে।