Mothers Day Cards 2022: খুব সহজেই নিজে হাতে বানিয়ে ফেলুন মাদার্স ডে গ্রিটিংস কার্ড
মাদার্স ডে-র (Mother's Day) এই বিশেষ দিনে আপনিও আপনার মায়ের জন্য বাড়িতে খুব সহজেই নিজে হাতে তৈরি করে ফেলতে পারেন গ্রিটিংস কার্ড। যা মন খুশি করে দেবে মায়ের।
কলকাতা: নিজে হাতে তৈরি করে দেওয়া যেকোনও উপহারই সমস্ত উপহারের তুলনায় অনেক বেশি ভালো লাগা দেয়। মা। মা (Mother) মানে সেই মানুষটা, যে সন্তানদের জন্য সবথেকে বেশি নিজের পছন্দ, ভালোলাগা ত্যাগ করেন। মা সেই মানুষটা, যে সন্তানের ভালো থাকার জন্য যেকোনও কাজ করতেও রাজি। মা সেই মানুষটা, যার জন্যই সন্তান পৃথিবীর আলো দেখে। আর সেই মায়ের জন্য সন্তানরা যদি খুব সামান্য কিছুও করে, তাহলে আনন্দে সবথেকে বেশি বুক ফুলে ওঠে মায়েরই। সন্তানের যেকোনও ভালো কাজে সবথেকে বেশি খুশি হন বোধহয় মায়েরাই। তাই তো 'নাড়ির টান' কথাটা নানা সময়ে ব্যবহার করা হয়। মাদার্স ডে-র (Mother's Day) এই বিশেষ দিনে আপনিও আপনার মায়ের জন্য বাড়িতে খুব সহজেই নিজে হাতে তৈরি করে ফেলতে পারেন গ্রিটিংস কার্ড। যা মন খুশি করে দেবে মায়ের।
গ্রিটিংস কার্ড তৈরি করার সহজ উপায়-
১. প্রথমে তুলনায় একটু মোটা কাগজে মা-কে মন থেকে যা লিখতে ইচ্ছে করে, তা লিখে ফেলুন।
২. এবার কাগজে যেমন ডিজাইন করতে ইচ্ছে হয়, করতে পারেন। কার্ডের ভিতরের দিকে এমনভাবে ডিজাইন করুন। যাতে কাগজ মুড়লে তা ঢেকে না যায়।
৩. পেনসিলের সাহায্যে কার্ডের উপর হৃদয়ের চিহ্ন এঁকে নিন।
৪. এবার সূচের সাহায্যে পেনসিল দিয়ে আঁকা ভালোবাসার চিহ্নর উপর ফুটো করে নিন। আর তারপর পেনসিলের দাগ মুছে দিন।
৫. এবার পছন্দ মতো রঙের সুতো দিয়ে ক্রসস্টিচ কের নিন।
৬. সবশেষে অতিরিক্ত অংশ কাঁচি দিয়ে কেটে দিন।
৭. আপনার মাদার্স ডে কার্ড তৈরি।
আরও পড়ুন - Children’s Health: তীব্র গরমে শিশুদের সুস্বাস্থ্য বজায় রাখতে কী করবেন আর কী করবেন না
ফুলের ডিজাইনে গ্রিটিংস কার্ড যেভাবে তৈরি করবেন-
১. প্রথমে একটি আর্ট পেপার ৩ থেকে ৪টি ভাঁজ করে নিন।
২. এবার কাগজের উপর পেনসিল দিয়ে ফুলের ডিজাইন করে নিন।
৩. ওরিগামি যাঁরা তৈরি করেন, তাঁদের জন্য এই কাজ সহজ হবে।
৪. ওরিগামির স্টাইলে কাগজ কেটে সেলাই করে নিন।
৫. যখন কার্ড খুলবেন, সুন্দরভাবে সেটি ফুলের ডিজাইনে খুলে যাবে।