Pet Care Tips: অতিরিক্ত লোম ঝরছে পোষ্যের, কেন ? কী করলে রেহাই ?
Pet Losing Excessive Hair: পোষ্যের ত্বক থেকে হঠাৎ করেই অতিরিক্ত লোম ঝরা রোগের লক্ষণ হতে পারে। এই সময় কী করণীয় তা জেনে রাখা জরুরি।
Pet Losing Excessive Hair: গরমে আমরা যেমন আমাদের খেয়াল রাখি, তেমনই খেয়াল রাখতে হয় আমাদের পোষ্যেরও। কারণ অতিরিক্ত গরমে পোষ্যের নানারকম রোগ হতে পারে। এই সময় একটি রোগ পোষ্যদের মধ্যে প্রায়ই দেখা যায়। সেটি হল লোম উঠে যাওয়া। যেসব পোষ্যের গায়ে লোমের পরিমাণ বেশি, তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। সাধারণত গোটা বছর জুড়েই পোষ্যের গা থেকে অল্পবিস্তর লোম উঠতে থাকে। কিন্তু এর পরিমাণ হঠাৎ করে বেড়ে গেলে মুশকিল। দেখা যায়, ঘরদোরের নানা জায়গায় লোম ভর্তি। শুধু তাই নয়, পোষ্যের ত্বকেও লোমের ঘনত্ব কমে এসেছে। কিন্তু কেন এত লোম ওঠে পোষ্যের ? কীভাবে ওর খেয়াল রাখা সম্ভব ? আসুন দেখে নেওয়া যাক।
কেন এত লোম ওঠে পোষ্যের ?
অ্যালার্জি - লোম ওঠার পিছনে একাধিক কারণ থাকতে পারে। যেমন অ্যালার্জি। গরম থেকে হিট অ্যালার্জি হতে পারে পোষ্যের। যা লোম ওঠার বড় কারণ। অ্যালার্জি বাড়লে ত্বকের গুরুতর সমস্যাও হতে পারে।
গায়ে টিক বা এঁটুলি - গায়ে এঁটুলি পোকাগুলি বাসা বাঁধলেও একই সমস্যা হতে পারে। প্রসঙ্গত, গরমকালে এই সমস্যার বাড়বাড়ন্ত হয়। তাই খুদে পোষ্যের গায়ে যাতে কোনও পোকা বাসা না বাঁধে, সেদিকে খেয়াল রাখতে হবে।
সংক্রমণ - ত্বকের কোনও সংক্রমণ থেকে লোম উঠে যেতে পারে পোষ্যের। গরমকালে পোষ্যকে নিয়ে বাইরে বেরোনো কম হলেও সংক্রমণের আশঙ্কা থেকে যায়। এর জেরে গায়ের লোম উঠতে পারে বাড়ির আদুরে সদস্যটির।
পুষ্টির অভাব - পুষ্টির অভাবজনিত কারণেও এই সমস্যাটি হতে পারে। নির্দিষ্ট কিছু পুষ্টির অভাব ঘটলে লোম পড়া বেড়ে যায়। সেটি হচ্ছে কি না দেখতে হবে।
অতিরিক্ত লোম পড়লে কী করবেন ?
- অতিরিক্ত লোম পড়লে প্রথমেই পোষ্যের ত্বক খালি চোখে পরীক্ষা করতে হবে। কোনও পোকা রয়েছে কি না দেখে নিন। এক-দুবার ব্রাশ করিয়ে দিন।
- চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া জরুরি এই সময়। যতটা দ্রুত হয়, ততই ভাল।
- লোম পড়ার সঙ্গে সঙ্গে পোষ্য যদি মনমরা হয়ে থাকে, খেলাধুলো না করে , তাহলে সতর্ক হতে হবে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Soap Benefits And Risks: রোজ সাবান মাখা ভাল ? কী হয় এতে ?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )