Poila Boishakh 2024: পয়লা বৈশাখে চার দিন ছুটি ? ঘুরে আসুন ৩ মনোরম স্থানে
Poila Boishakh 2024 Tour: পয়লা বৈশাখের আগে পরে চার-পাঁচদিনের ছুটি চাইলেই ম্যানেজ করা যায়। আর এই ছুটিতেই ঘুরে আসতে পারেন কোনও মনোহর স্থান থেকে।
কলকাতা: আগামী ১১ এপ্রিল ইদ-উল-ফিতর। এই দিন অনেকেরই ছুটি রয়েছে। ঘটনাচক্রে এই দিনটি বৃহস্পতিবার। এর পরের দিন শুক্রবার অফিস থেকে একটা ছুটি নিলেই টানা চারদিন ছুটি। বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবারের এই ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন কাছে পিঠে কোনও জায়গা থেকে। চাইলে পয়লা বৈশাখ উপলক্ষে আরেকটা দিন ছুটি বাড়িয়েও নেওয়া যায়। সোমবারের ছুটি পেলে মোট পাঁচদিন ঘোরার জন্য বরাদ্দ রাখুন। আর এই পাঁচদিনেই ঘুরতে আসতে পারেন বাংলার মধ্যে তিন স্থান থেকে । ডুয়ার্স, মৌসুমি আইল্যান্ড ও বাঁকুড়ার মতো তিনটি সুন্দর প্রকৃতিক স্থানের হদিশ থাকল এবার।
ডুয়ার্স - একটু শীতল ও পাহাড়ি পরিবেশে যেতে ইচ্ছে করলে ডুয়ার্স আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। ডুয়ার্সে খুব বেশিদিন ঘুরতে লাগে না। তাই চারদিনের ট্রিপে আইডিয়াল এই স্থানটি। ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য রীতিমতো নজরকাড়া। এখানের দর্শনীয় স্থানগুলির মধ্যে রকি আইল্যান্ড, লালিগুরাস ঘোরা ঝালং, চাপরামারি, রাজাভাতখাওয়া, বিন্দু, হাসিমারা, গোঁরবাতান, ঝালং, মূর্তি, সুনতালেখোলা, সামসিং, হনুমান মন্দির, গজলডোবা, বক্সা টাইগার রিসার্ভ, বক্সা ফোর্ট, গরুমারা জাতীয় উদ্যান, চেলসা, জলদাপাড়া জাতীয় উদ্যানের মতো চমৎকার কিছু দর্শনীয় স্থান রয়েছে।
বাঁকুড়া - লাল মাটির দেশ বাঁকুড়া এই গরমে কেন যাবেন ? কারণ রাঢ়বঙ্গের এই স্থানের গরম কলকাতার মতো প্যাচপ্যাচে নয়। অর্থাৎ ঘেমেনেয়ে একসা হতে হবে না। বাঁকুড়ার মধ্যে অন্যতম দর্শনীয় স্থান বিষ্ণুপুরের বিভিন্ন স্থাপত্য। রাজা মল্লের বিভিন্ন পুরাকীর্তি যেমন দলমাদল কামান, টেরাকোটার মন্দির যুগের পর যুগ এই অঞ্চলের অন্যতম দর্শনীয় বস্তু। এছাড়াও টেরাকোটার নানা শিল্পকর্ম মনোহর লাগবে।
মৌসুনি আইল্যান্ড - শেষে থাকছে সমুদ্র ঘুরতে যাওয়ার বিকল্প। যারা সমুদ্র ভালবাসেন, তাদের জন্য একটি দারুণ বিকল্প হতে পারে মৌসুনি আইল্যান্ড। তবে আর পাঁচটা বিচের মতো এই স্থান নয়। এখানে ঘুরতে গেলে থাকতে হবে তাঁবুর ভিতর। অর্থাৎ হোটেলের কোনও নামগন্ধ নেই। ওখানে যারা এই তাঁবু ব্যবস্থা করে দেন, তারাই খাওয়াদাওয়ার বন্দোবস্ত করেন। কারণ খাবার কেনার দোকানপাটও নেই। ওই খাবার ও হোটেলের প্যাকেজ মিলিয়ে প্রতি রাতে অন্তত ১০০০ টাকা মাথা পিছু খরচ হতে পারে। তবে এমন তাঁবুতে থাকার অভিজ্ঞতা খুব কমই হবে। তাই এটি হাতছাড়া না করাই ভালো।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ?