Realme GT 5G : কম দামে উন্নতমানের অ্যান্ড্রয়েড প্রসেসর নিয়ে লঞ্চ করল রিয়েলমির নতুন স্মার্টফোন
কম দামে উন্নতমানের অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে এলো রিয়েলমি। কত দাম আর কী কী ফিচার রয়েছে সব দেখে নিন-
কলকাতা : প্রযুক্তির ময়দানে অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিগুলোকে টেক্কা দিতে বাজারে লঞ্চ করল রিয়েলমির নতুন স্মার্টফোন GT 5G। বাজারে যখন স্যামসং, ওপো, ভিভো কিংবা রেডমির মতো সংস্থাগুলো একের পর এক উন্নতমানের প্রযুক্তি সম্পন্ন স্মার্টফোন নিয়ে আসছে, তখন পিছিয়ে নেই রিয়েলমি। ৪জি স্মার্টফোনের বাজার এখন অতীত। বাজারে এখন একের পর এক 5G স্মার্টফোন নিয়ে আসছে স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিগুলি। সেই লড়াইতে পিছিয়ে নেই রিয়েলমিও। কম দামে উন্নতমানের অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে এলো তারা। কত দাম, কী কী ফিচার রয়েছে, তা জানার আগ্রহ তুঙ্গে স্মার্টফোন ব্যবহারকারীদের।
সবার আগে এক ঝলকে চোখ বুলিয়ে দেখে নিন কী কী ফিচার্স রয়েছে Realme GT 5G স্মার্টফোনে-
১. রিয়েলমির নতুন স্মার্টফোনে ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে।
২. ৮ জিবি এবং ১২ জিবি RAM।
৩. ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
৪. অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।
৫. ৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের ৩টি রিয়ার ক্যামেরা।
৬. ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
৭. ৫জি হলেও ৪জি সিমও ব্যবহার করা যাবে।
৮. রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
৯. ড্যাশিং ব্লু, ড্যাশিং সিলভার এবং রেসিং হলুদ, এই তিনটি কালার ভ্যারিয়েন্ট পাবেন ফোনটিতে।
কম দামে যদি উন্নত প্রযুক্তি উন্নত অ্যান্ড্রয়েড সম্পন্ন স্মার্টফোন কিনতে চান, তাহলে Realme GT 5G আপনার জন্য দুর্দান্ত পছন্দ হতে পারে। এছাড়া সামনেই রাখি বন্ধন উৎসব রয়েছে। ভাই কিংবা বোনকে যদি কম দামে ভালো স্মার্টফোন উপহার দিতে চান, তাহলেও Realme GT 5G আপনার পছন্দের তালিকায় জায়গা করে নেবে অনায়াসেই। ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ দেওয়া Realme GT 5G পেয়ে যাবেন মাত্র ৩৭ হাজার ৯৯৯ টাকায়। এবং ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজের Realme GT 5G পেয়ে যাবেন মাত্র ৪১ হাজার ৯৯৯ টাকায়। তাই আর দেরি কেন, এখনই কাছাকাছি দোকানে গিয়ে নিজের চোখে দেখে আসুন রিয়েলমির নতুন স্মার্টফোন।